Advertisement

Rajma Recipe: রাজমা ভেজাতে ভুলে গেছেন? এই টিপস মানলে ঝটপট রান্না হবে

Rajma Recipe: শস্য পরিবারের অন্যতম সদস্য হল রাজমা। এই রাজমাতে রয়েছে প্রোটিন ও অন্য মাহাত্ম্যপূর্ণ পুষ্টি। যা শরীর ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। রাজমায় থাকা ফাইবার হজম প্রক্রিয়ার জন্য খুবই স্বাস্থ্যকর বলে মনে করা হয়। রাজমা বজম প্রক্রিয়াকে আরও উন্নত করে। রাজমা ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ উপকারী।

রাজমারাজমা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Apr 2025,
  • अपडेटेड 8:07 PM IST
  • শস্য পরিবারের অন্যতম সদস্য হল রাজমা।

শস্য পরিবারের অন্যতম সদস্য হল রাজমা। এই রাজমাতে রয়েছে প্রোটিন ও অন্য মাহাত্ম্যপূর্ণ পুষ্টি। যা শরীর ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। রাজমায় থাকা ফাইবার হজম প্রক্রিয়ার জন্য খুবই স্বাস্থ্যকর বলে মনে করা হয়। রাজমা বজম প্রক্রিয়াকে আরও উন্নত করে। রাজমা ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ উপকারী। এই রাজমায় রক্তে শর্করার মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে। রাজমা চাওয়াল উত্তর ভারতের অধিকাংশ মানুষের প্রিয় খাবার। যদিও এ রাজ্যেও অনেকে রাজমা খেয়ে থাকেন। লাঞ্চে রাজমা ও ভাত খেলে আপনার পেট অনেকক্ষণ ভরা থাকবে।  কিন্তু এই রাজমা ভিজিয়ে রাখতে হয়। তবেই রান্না করা যায়। কিন্তু হঠাৎ করে রাজমা খেতে ইচ্ছে করলে কী করবেন? জেনে নিন সহজ টিপস। 

রাজমা সেদ্ধর টিপস
রাতে ভেজাতে ভুলে গেলে প্রথমেই যেটা করবেন কাঁচা রাজমা ধুয়ে ২০ মিনিটের জন্য তা ভিজিয়ে রাখুন। এরপর প্রেসার কুকারে জল, বেকিং সোডা ও রাজমা দিয়ে ৪-৫টা সিটি দিন। ঢাকা খুলে আবার গরম জল দিয়ে ফের ৪-৫টা সিটি দিয়ে দিন। অর্থাৎ আপনাকে রাজমা দুবার সেদ্ধ করতে হবে। মনে রাখতে হবে রাজমা সেদ্ধর সময় জলে সুপারি ও বরফ যোগ করবেন। এবার কম আঁচে রাখুন আর ফুটতে দিন। এতে আপনার রাজমা সেদ্ধ হয়ে যাবে। 

রাজমার রেসিপি
প্রথমে পেঁয়াজ ও টমেটো কেটে নিন। এরপর, এগুলো একটি মিক্সার জারে রেখে পিউরি তৈরি করুন। 

প্যানে সাদা তেল ও ঘি গরম করে পেঁয়াজ দিয়ে ভাজুন। সোনালি রং ধরলে টমেটো ও পেঁয়াজ বাটা দিন। কষাতে থাকুন। 

এবার এই রাজমায় একে একে হলুদ, লঙ্কা, ধনে ও জিরে গুঁড়ো দিন। নুন দিন স্বাদমতো। 

প্রেসারের ঢাকানা খুলে জলশুদ্ধ রাজমা মশলায় দিয়ে দিন। 

ভাল করে কষিয়ে নিন। এবার কসৌরি মেথি যোগ করুন। ঝোল ঘন হয়ে এলে নামানোর আগে ঘি ও ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিন। 

Advertisement

গরম গরম ভাতে পরিবেশন করুন রাজমা। 

Read more!
Advertisement
Advertisement