দুর্গা পুজোয় রাত জেগে ঠাকুর দেখা, আর তারপর চোখের তলায় কালি। এ সমস্যায় ভুগছেন অনেকেই। আর এটাই কেড়ে নিচ্ছে ত্বকের সমস্ত জেল্লা। পুজো কাটলেও তার রেশ কাটেনি। কিন্তু এ বার কাজে ফেরার পালা। এমন শুকনো চোখমুখ নিয়ে তো আর অফিসে যেতে পারবেন না। তাই চোখের নীচে কালো দাগ তাড়ানোর উপায় জেনে নিন।
পর্যাপ্ত ঘুম
পুজোর কয়েক দিন শরীরের উপর ধকল গিয়েছে। এ বার কাজে ফিরতে হবে, তার জন্য স্ট্রেস বাড়ছে। তাই কাজে ফেরার আগে একটু ঘুমিয়ে নিন। ছুটির ক’দিন ৯-১০ ঘণ্টা ঘুমান। প্রয়োজনে দুপুরেও ভাত ঘুম দিন। এতে চোখেমুখে ক্লান্তির ছাপ থাকবে না এবং ডার্ক সার্কেল থেলেও মুক্তি পাবেন।
বরফ সেঁক
ত্বকে বরফ ঘষলে রক্ত সঞ্চালন উন্নত হয়। এতে চোখের চারপাশের ফোলা ভাব কমে যায় এবং ডার্ক সার্কেলও অস্পষ্ট হতে থাকে। দিনে একবার চোখের চারপাশে বরফ ঘষলেই উপকার পাবেন। পরিষ্কার কাপড়ে বরফ বেঁধে নিন। এ বার সেটা চোখের চারপাশে বুলিয়ে নিন।
নারকেল তেল
শুষ্ক ত্বক হলেও চোখের চারপাশের চামড়া কুঁচকে যায় এবং ডার্ক সার্কেল দেখা দেয়। তাই রাতে ঘুমোতে যাওয়ার আগে কয়েক ফোঁটা নারকেল তেল নিয়ে চোখের চারপাশে মালিশ করুন। নারকেল তেলের মধ্যে ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা ত্বকে আর্দ্রতা জোগায়। আই ক্রিমের বদলে নারকেল তেল ব্যবহার করতে পারেন।
চায়ের ব্যাগ
চা বানিয়ে তার ব্যাগটা ফেলে দেবেন না। বরং সেটা কিছুক্ষণ ফ্রিজে রাখুন। তার পরে ওই ঠান্ডা চায়ের ব্যাগ চোখের উপর মিনিট পনেরো রাখুন। প্রয়োজনে চোখের চারপাশে ওই চায়ের ব্যাগ বুলিয়েও নিতে পারেন। চায়ের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের যত্ন নেয়।
এই চার উপায় মেনে চললে চোখের তলায় কালি যেমন আটকে দেওয়া যায়, তেমনই এতে শুকনো মুখও উজ্জ্বল দেখায়। ফলে এই উপায় অবলম্বন করলে অনেকটা ভাল দেখতে লাগে।