Advertisement

Musty Smell In Clothes: বর্ষায় জামা-কাপড়ের দুর্গন্ধ দূর করার ৫টি সহজ উপায়

বর্ষা শুরু হয়েছে এবং বৃষ্টিতে প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে, অন্যদিকে কিছু সমস্যাও শুরু হয়েছে। বৃষ্টির কারণে ঘরে বাতাস ও সূর্যের আলো না প্রবেশ করায় বদ্ধ জায়গায় ভেজা জামাকাপড় থাকলে বোঁটকা গন্ধ হয়। যত ভালো করেই ধোয়া হোক না কেন, রোদে না শোকালে ওই গন্ধ থেকেই যায়।

ফাইল ছবি।ফাইল ছবি।
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 01 Jul 2023,
  • अपडेटेड 12:24 PM IST
  • বর্ষা শুরু হয়েছে এবং বৃষ্টিতে প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে, অন্যদিকে কিছু সমস্যাও শুরু হয়েছে।
  • বৃষ্টির কারণে ঘরে বাতাস ও সূর্যের আলো না প্রবেশ করায় বদ্ধ জায়গায় ভেজা জামাকাপড় থাকলে বোঁটকা গন্ধ হয়।

বর্ষা শুরু হয়েছে এবং বৃষ্টিতে প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে, অন্যদিকে কিছু সমস্যাও শুরু হয়েছে। বৃষ্টির কারণে ঘরে বাতাস ও সূর্যের আলো না প্রবেশ করায় বদ্ধ জায়গায় ভেজা জামাকাপড় থাকলে বোঁটকা গন্ধ হয়। যত ভালো করেই ধোয়া হোক না কেন, রোদে না শোকালে ওই গন্ধ থেকেই যায়। বর্ষাকালে আর্দ্রতা বৃদ্ধি এবং ঘামের কারণে এই গন্ধ আসে। তবে চিন্তা করবেন না। আজ আমরা আপনাদের এমন কিছু পদ্ধতির কথা বলছি, যেগুলো ব্যবহার করে আপনি বর্ষাকালে কাপড় থেকে আসা দুর্গন্ধ থেকে মুক্তি পেতে পারেন। 

জামাকাপড় জমাট বাঁধা এড়িয়ে চলুন বেশিরভাগ লোকেরা তাদের দৈনন্দিন কাপড়গুলি লন্ড্রি ব্যাগে বা ওয়াশিং মেশিনের ভিতরে ফেলে একসাথে ধোয়ার প্রবণতা রাখে। বর্ষাকালে কাপড় ধোয়ার পরই ভালো করে মেলে দিন। নিয়মিত ধোয়া ভেজা ও নোংরা কাপড় আশেপাশে ফেলে রাখবেন না। যত তাড়াতাড়ি ধোবেন, কাপড়ে দুর্গন্ধ তত কম হবে। 

ভিনেগার, বেকিং সোডা ডিটারজেন্টের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন। যদি অবিরাম বৃষ্টি হয় এবং আপনি কাপড় ধুয়ে থাকেন, তাহলে আবহাওয়া পরিষ্কার হওয়ার জন্য অপেক্ষা করবেন না। কাপড় বিছিয়ে ঘরের ভেতরে ফ্যানের বাতাসে শুকিয়ে নিন। রোদে বের হলে কাপড় রোদে শুকিয়ে নিন। লেবুর রস যোগ করুন আপনি যে জলে জামাকাপড় ভিজিয়ে নিচ্ছেন তাতে কিছু লেবুর রসও যোগ করতে পারেন। এর ফলে ভেজা গন্ধ থাকবে না এবং কাপড় সতেজ থাকবে।

 

Read more!
Advertisement
Advertisement