দীপাবলি-কালীপুজো এখনও শুরু হয়নি আর তার আগে থেকেই বাজির শব্দে প্রাণ ওষ্ঠাগত। মানুষের তো বটেই বাড়ির আদরের পোষ্য কিংবা রাস্তার অবলা প্রাণীদের অবস্থাও অত্যন্ত শোচনীয়। রাস্তায় থাকা কুকুর-বিড়ালেরা এই সময় কোথায় নিজেদের লোকাবেন ভেবে পান না। অন্যদিকে আবার বাড়ির আদরের পোষ্যরাও বাড়ির এই আওয়াজ মোটেও সহ্য করতে পারে না। এই শব্দ তাদের জন্য ক্ষতিকর। এই সময় বাড়ির অবলা জীবদের কীভাবে সামলে রাখবেন, আসুন জেনে নিন।
ঘরেই রাখুন
উৎসবের রাতে পোষ্যকে বাইরে না নিয়ে গিয়ে ঘরের ভিতরেই রাখুন। জানলা-দরজা বন্ধ রাখলে শব্দ ও আলো কিছুটা কমে আসে। ঘরের এক কোণে নরম বিছানা, পরিচিত খেলনা আর প্রিয় কম্বল রেখে একটা ছোট্ট ‘কমফোর্ট জোন’ তৈরি করে দিন। তাতে নিরাপত্তাহীনতায় ভুগবে না পোষ্য। সম্ভব হলে হালকা সুগন্ধিতে ভরিয়ে তুলুন ঘর।
একটু জোরে গান চালিয়ে রাখুন
টেলিভিশন বা ব্লুটুথে একটু আওয়াজ বাড়িয়ে গান চালিয়ে রাখলে বাইরের তীব্র শব্দ ঢেকে যায়। এতে পোষ্যের মন কিছুটা স্থির থাকে।
সঙ্গ দিন
ভয় পেলে পোষ্যকে একা ফেলে রাখবেন না। আপনার উপস্থিতি ও আলতো স্পর্শ ওদের আশ্বস্ত করে। শরীরের উষ্ণতা ও নিরাপত্তা অনুভব করবে।
খাওয়া-দাওয়ার দিকে নজর দিন
ভয় পেলে অনেক সময় পোষ্যরা খেতে চায় না। তাই যতটা খেতে চাইছে ততটাই খাওয়ান। পরিষ্কার জল রেখে দিন পাত্রে।
সব সময় সঙ্গে থাকুন
এই সময় পোষ্যের সঙ্গে থাকার চেষ্টা করুন। কোলে তুলে নিয়ে আদর করুন। তাকে শান্ত রাখুন ও বোঝান যে ভয়ের কোনও কারণ নেই আপনি সঙ্গেই আছেন।
চিকিৎসকের পরামর্শ
যদি পোষ্য খুব ভয় পায় বা কাঁপতে থাকে, সে ক্ষেত্রে পশুচিকিৎসকের সঙ্গে কথা বলা জরুরি। প্রয়োজনে তিনি হালকা ওষুধ সুপারিশ করতে পারেন।