Advertisement

Leftover Rice in Skincare: বাসি ভাত মুখে লাগালেই কোরিয়ানদের মতো গ্ল্যামার, কীভাবে মাখবেন? জানুন পদ্ধতি

Leftover rice skincare: ত্বকের যত্ন নিতে আমরা অনেকেই কত কী-ই না করে থাকি। কেউ নিয়মিত পার্লারে যান। আবার অনেকে নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেন। তবে ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নেওয়ার থেকে ভাল কিছু হয় না। বিশেষজ্ঞদের মতে, ত্বকের যত্ন নিতে ব্যবহার করুন বাসি ভাত। কীভাবে?

প্রতীকী চিত্র।প্রতীকী চিত্র।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Feb 2025,
  • अपडेटेड 9:41 AM IST
  • ত্বক বিশেষজ্ঞদের মতে, রূপচর্চায় বাসি ভাত তাক লাগাতে পারে। 
  • বিশেষজ্ঞদের মতে, ত্বকের যত্ন নিতে ব্যবহার করুন বাসি ভাত।
  • বাসি ভাত মুখে লাগালে ত্বক কোমল হয়। 

বাঙালি মানেই ভেতো হয়। পাতে ভাত না থাকলে খাওয়াটা যেন সম্পূর্ণ হয় না। তাই মধ্যাহ্নভোজ হোক কিংবা নৈশভোজ, বাঙালির পাতে ভাত থাকবেই। হেঁশেলে ভাত রান্না হলে অনেক সময়ই তা বেঁচে যায়। অতিরিক্ত সেই ভাত অনেকেই ফ্রিজে রেখে দেন। পরে কেউ বাসি ভাত খেয়ে ফেলেন। আবার বাসি ভাত অনেকেই খেতে চান না। তবে জানেন তো, বাসি ভাতের অনেক উপকারিতা রয়েছে।

পুষ্টিবিদদের মতে, বাসি ভাত খেলে নানা শারীরিক উপকার পাওয়া যায়। আবার ত্বক বিশেষজ্ঞদের মতে, রূপচর্চায় বাসি ভাত তাক লাগাতে পারে। 

ত্বকের যত্ন নিতে আমরা অনেকেই কত কী-ই না করে থাকি। কেউ নিয়মিত পার্লারে যান। আবার অনেকে নানা ধরনের প্রসাধনী ব্যবহার করেন। তবে ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নেওয়ার থেকে ভাল কিছু হয় না। বিশেষজ্ঞদের মতে, ত্বকের যত্ন নিতে ব্যবহার করুন বাসি ভাত। কীভাবে?

বাসি ভাত মুখে লাগালে কী হয়?

* বাসি ভাত মুখে লাগালে ত্বক কোমল হয়। 

* বাসি ভাত লাগালে চামড়া টানটান হয়। 

* বাসি ভাত মুখে লাগালে ত্বক চকচক করে। 

* বাসি ভাত চটকে মুখে লাগালে ব্ল্যাকহেডসের সমস্যা দূর হয়। 

* বাসি ভাত মুখে নিয়মিত লাগালে কোরিয়ানদের মতো ঝকঝকে স্কিন হয়। 


মুখে কীভাবে লাগাবেন বাসি ভাত?

* বাসি ভাত ব্লেন্ড করে তাতে লেবুর রস ও অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে লাগান। এতে ত্বকের জেল্লা বাড়বে। 

* বাসি ভাত ব্লেন্ড করে তাতে মধু ও মুলতানি মাটি মিশিয়ে মুখে লাগালে ত্বক সতেজ থাকে। ত্বকে জমে থাকা ময়লা সাফ হয়। এতে ত্বক হবে কোমল।

* বাসি ভাতের সঙ্গে টক দই, মধু মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর জল দিয়ে ধুলে ফেললেই ত্বক টানটান হবে। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement