Advertisement

কান বলে দেয় মানুষটা কেমন? শুভ দিন আসছে, ইঙ্গিত দেয় তারও...

কান দেখেও বোঝা যায় সেই মানুষটা কেমন স্বভাবের হতে পারেন। কারোর কান ছোট কিংবা কারোর কান স্বাভাবিকের তুলনায় একটু বড় হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কানে এই গঠন বলে দেয় সেই মানুষের আচরণ কেমন হবে। এক নজরে জেনে নিন।

কান দেখে মানুষ চেনা যায়। প্রতীকী ছবিকান দেখে মানুষ চেনা যায়। প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 07 Dec 2021,
  • अपडेटेड 11:25 AM IST
  • কান বলে দেয় মানুষটা কেমন?
  • শুভ দিন আসছে, ইঙ্গিত দেয় তারও...
  • জানুন বিস্তারিত তথ্য

কান দেখেও বোঝা যায় সেই মানুষটা কেমন স্বভাবের হতে পারেন। কারোর কান ছোট কিংবা কারোর কান স্বাভাবিকের তুলনায় একটু বড় হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কানে এই গঠনই বলে দেয় সেই মানুষের আচরণ কেমন হবে। এক নজরে জেনে নিন। 

মোটা কান- যাঁদের কান খুব ছোট হয় তাঁরা সাধারণত নেতৃস্থানীয় ব্যক্তিত্ব হন। এঁদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে। সেই সঙ্গে অফিসের ক্ষেত্রে বস কিংবা টিম লিডার হতে পারেন। অর্থাৎ যে কোনও কাজে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এদের রয়েছে। সেই সঙ্গে রয়েছে সহজে যে কোনও কাজ করে ফেলা এবং কোন দলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতাও। 

বড় কান- জীবনে এদের টাকাপয়সা কিংবা অর্থকষ্ট হয় না। এরা সাধারণত ধনী পরিবারেই থাকেন। সেই সঙ্গে দীর্ঘায়ু জীবন পান। সবার কাছ থেকে প্রশংসা পেতে এরা খুব ভালোবাসেন। সেই সঙ্গে এদের থাকে বড় স্বপ্ন।

আরও পড়ুন

কান

ফ্ল্যাট কান- এরা সাধারণত বন্ধুপ্রিয় হন। পার্টি করতে, আনন্দ করতে, ঘুরতে যেতে এরা খুব পছন্দ করে। প্রচুর টাকা এই জন্য খরচ হয়। বেশিরভাগ সময়টাই এঁরা আনন্দ করে কাটাতে চান। মনের দিক থেকেও এরা খুব স্পষ্টবাদী হন। বন্ধুদের সঙ্গে সময় কাটাতে এরা খুব ভালোবাসেন। 

ছোট কান- ছোট কান যাঁদের থাকে, তাঁরা বুদ্ধিমান বলে মনে করা হয়। যে কোনও সমস্যার অতি দ্রুত সমাধান এরা করে ফেলতে পারেন। খুব অল্প সময়েই যে কোনও মানুষের সঙ্গে এর বন্ধুত্ব করে ফেলতে পারেন। সাফল্যে সিঁড়ি বেশ লম্বা থাকে এঁদের। 

কানে বড় লোম- কানে বড় লোম থাকলে সাফল্যের দিক থেকে অনেক লাভ পাওয়া যায় বলে ধারণা করা হয়। সাধারণত কানে লোম থাকা সৌভাগ্যমান বলে মনে করা হয়। বিভিন্ন কারণে আর্থিক দিক থেকে এঁরা বেশ লাভবান হন। অনেকের সুনাম পান। জীবনযাপন একপ্রকার ভালোই চলে এদের।

Advertisement
Read more!
Advertisement
Advertisement