Advertisement

Smart Phone: ঘুমোনোর সময় ফোন কাছাকাছি থাকলে বিপদ, কতটা দূরত্ব নিরাপদ?

ঘুমের আগে ফোন নয় চেষ্টা করুন ঘুমোতে যাওয়ার আগে যেকোনও ধরনের ডিজিটাল স্ক্রিন থেকে দূরে থাকা। গ্যাজেট বা ফোনের আলো ভালো ঘুমের শত্রু। ঘুমোতে যাওয়ার অন্তত আধঘণ্টা আগে ফোন দূরে রাখা সবচেয়ে ভালো

প্রতীকী ছবি।প্রতীকী ছবি।
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 07 Mar 2023,
  • अपडेटेड 4:05 PM IST
  • ঘুমের আগে ফোন নয়
  • ইন্টারনেট সংযোগ বন্ধ রাখুন

ঘুমের আগে ফোন নয়
চেষ্টা করুন ঘুমোতে যাওয়ার আগে যেকোনও ধরনের ডিজিটাল স্ক্রিন থেকে দূরে থাকা। গ্যাজেট বা ফোনের আলো ভালো ঘুমের শত্রু। ঘুমোতে যাওয়ার অন্তত আধঘণ্টা আগে ফোন দূরে রাখা সবচেয়ে ভালো।

ইন্টারনেট সংযোগ বন্ধ রাখুন
ঘুমোতে যাওয়ার আগে মুঠোফোনের ইন্টারনেট কিংবা ওয়াই-ফাই সংযোগ বন্ধ রাখতে পারেন। ইন্টারনেট সংযোগ খোলা থাকলে নোটিফিকেশনের শব্দ ব্যাঘাত ঘটাতে পারে ঘুমে। এমনকি নোটিফিকেশনের শব্দ শুনে আগ্রহও তৈরি হতে পারে। ফলে ইন্টারনেট সংযোগ ব্যাঘাত ঘটাতে পারে ঘুমের।

ফোন দূরে রাখুন
ঘুমোতে যাওয়ার সময় ফোন সঙ্গে নিয়ে ঘুমাবেন না। বরং ফোন ও আপনার মাঝে অন্তত ৬ ফুটের দূরত্ব রাখার চেষ্টা করুন। ফোন সঙ্গে নিয়ে ঘুমালে মন চাইবে ফেসবুক, ইনস্টাগ্রামে একটু ঢুঁ মারতে।

আরও পড়ুন

বালিশের পাশে ফোন রাখবেন না
অ্যালার্ম শোনার জন্য কিংবা যেকোনো প্রয়োজনে বালিশের পাশে ফোন রেখে ঘুমোতে যাওয়ার অভ্যাস আছে অনেকেরই। হঠাৎ ফোন কিংবা মেসেজ এলে ভেঙে যেতে পারে কাঁচা ঘুম। এ ছাড়া মুঠোফোনের মতো বৈদ্যুতিক যন্ত্রের সমস্যাও দেখা দিতে পারে যেকোনো সময়। ঘুমন্ত অবস্থায় সব সামলানোর সুযোগ না–ও তো পেতে পারেন!

গান শুনতে শুনতে ঘুম নয়
গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ার অভ্যাস আছে অনেকেরই। কানে ইয়ারফোন গুঁজে ঘুমিয়ে পড়ার ঘটনাও ঘটে অহরহ। এই বদভ্যাস মস্তিষ্কের জন্য বেশ ক্ষতিকর। ঘুম হচ্ছে মস্তিষ্কের বিশ্রামের সময়। সে সময়ে নিয়মিত বিরতিতে গান মস্তিষ্কের বিশ্রাম বাধাগ্রস্ত করে।

 

Read more!
Advertisement
Advertisement