Advertisement

Independence Day 2023 Songs: এই দেশাত্মবোধক গানগুলি শুনলে আপনার রক্ত গরম হবেই

Independence Day Patriotic Songs: যে সমস্ত দেশনায়কেরা নিজেদের প্রাণের চিন্তা না করে দেশের জন্য শহিদ হয়েছেন, তাঁদের স্মরণার্থে বহু গান রচিত হচ্ছে ভিন্ন ভাষায়, ভিন্ন সুরে।

সেরা দেশাত্মবোধক গান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Aug 2023,
  • अपडेटेड 2:10 PM IST

প্রায় ২০০ বছর ব্রিটিশদের অধীনে থাকার পর ১৯৪৭ সালের ১৫ অগাস্ট স্বাধীনতা পায় ভারতবর্ষ। সেই হিসেবে এটাই হতে চলেছে ভারতের ৭৬ তম স্বাধীনতা দিবস (Independence Day 2023)। জাতি-ধর্ম নির্বিশেষে দেশের প্রতিটি মানুষের কাছে খুবই স্পেশাল এই দিনটি। 

বছরের এই দিনটিকে কেন্দ্র করে জড়িয়ে রয়েছে বেশ কয়েকটি গান। যে সমস্ত দেশনায়কেরা নিজেদের প্রাণের চিন্তা না করে দেশের জন্য শহিদ হয়েছেন, তাঁদের স্মরণার্থে বহু গান রচিত হচ্ছে ভিন্ন ভাষায়, ভিন্ন সুরে। স্বাধীনতা দিবস উপলক্ষে দেখে নিন, সেরা দেশাত্মবোধক গানগুলি। 

স্বাধীনতা দিবস ২০২৩: দেশাত্মবোধক গান (Independence Day 2023: Patriotic Songs) 

* বন্দেমাতম 

* মেরা রঙ্গ দে বসন্তী 

* সন্দেসে আতি হ্যায় 

 

* মা তুঝে সালাম

* অ্যায় মেরে ওয়াতান কে লোগো 

 

* অ্যায়সা দেশ হে মেরা 

* অ্যায় ওয়াতান তেরে লিয়ে 

* সারফারোশি কি তামান্না

* রঙ্গ দে বসন্তী 

* মেরি দেশ কি ধরতি 

* তেরি মিট্টি  

প্রতি বছর প্রায় সপ্তাহব্যাপী চলে স্বাধীনতা দিবস উদযাপন। প্রায় একমাস আগে থেকে চলে তার প্রস্তুতি। এটি যেন কোনও উৎসবের থেকে দেশবাসীর জন্য কোনও অংশে কম না। চারিদিকে উড়তে থাকে তেরঙ্গা। বাতাসে যেন ভেসে আসে 'বন্দেমাতরম!'
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement