Advertisement

Indian passport: ভিসা ছাড়াই ভারত থেকে যাওয়া যাবে ৫৯ টি দেশে, কোথায় কোথায়? দেখে নিন

গত বছর যেখানে ভারতীয় পাসপোর্টের ক্ষমতা নেমে গিয়েছিল পাঁচ ধাপ, এই বছর সেখানে চোখ ধাঁধানো উত্থান। ২২ জুলাই প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচক ২০২৫ অনুযায়ী, ভারতীয় পাসপোর্ট এক লাফে আট ধাপ এগিয়ে ৮৫তম স্থান থেকে ৭৭তম স্থানে উঠে এসেছে। এই র‌্যাঙ্কিং নির্ধারিত হয়েছে প্রতিটি দেশের পাসপোর্টধারীরা পূর্ববর্তী ভিসা ছাড়াই কতটি গন্তব্যে যেতে পারেন, সেই ভিত্তিতে।

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 22 Jul 2025,
  • अपडेटेड 7:35 PM IST
  • গত বছর যেখানে ভারতীয় পাসপোর্টের ক্ষমতা নেমে গিয়েছিল পাঁচ ধাপ, এই বছর সেখানে চোখ ধাঁধানো উত্থান।
  • ২২ জুলাই প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচক ২০২৫ অনুযায়ী, ভারতীয় পাসপোর্ট এক লাফে আট ধাপ এগিয়ে ৮৫তম স্থান থেকে ৭৭তম স্থানে উঠে এসেছে।

গত বছর যেখানে ভারতীয় পাসপোর্টের ক্ষমতা নেমে গিয়েছিল পাঁচ ধাপ, এই বছর সেখানে চোখ ধাঁধানো উত্থান। ২২ জুলাই প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচক ২০২৫ অনুযায়ী, ভারতীয় পাসপোর্ট এক লাফে আট ধাপ এগিয়ে ৮৫তম স্থান থেকে ৭৭তম স্থানে উঠে এসেছে। এই র‌্যাঙ্কিং নির্ধারিত হয়েছে প্রতিটি দেশের পাসপোর্টধারীরা পূর্ববর্তী ভিসা ছাড়াই কতটি গন্তব্যে যেতে পারেন, সেই ভিত্তিতে।

ভারতীয় পাসপোর্টে ৫৯টি গন্তব্যে ভিসা-মুক্ত সুবিধা
বর্তমানে ভারতীয় পাসপোর্টধারীরা ৫৯টি দেশে ভিসা ছাড়াই বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাচ্ছেন।
ভিসা-মুক্ত দেশের মধ্যে রয়েছে: মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, থাইল্যান্ড। যেখানে ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা রয়েছে: শ্রীলঙ্কা, ম্যাকাও, মায়ানমার সহ আরও কয়েকটি দেশ। তবে এই সুবিধাগুলি অনেক ক্ষেত্রে সময় ও ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী সীমাবদ্ধ, তাই যাত্রার আগে নিয়মগুলি খতিয়ে দেখা জরুরি।

এশিয়ার আধিপত্য
বিশ্ব সূচকের শীর্ষে রয়েছে এশিয়ার আধিপত্য। সিঙ্গাপুর: ১৯৩টি দেশে ভিসা-মুক্ত সুবিধা নিয়ে প্রথম। জাপান ও দক্ষিণ কোরিয়া: ১৯০টি দেশে প্রবেশাধিকার নিয়ে পরবর্তী স্থান। হেনলি সূচকের উদ্ভাবক ডঃ ক্রিশ্চিয়ান এইচ. কেলিন বলেছেন, 'শীর্ষে পৌঁছাতে কৌশলগত কূটনীতি অপরিহার্য, এবং সেটি বজায় রাখাটাও সমান গুরুত্বপূর্ণ।'

অন্যান্য দেশের অবস্থান
সংযুক্ত আরব আমিরাত: গত এক দশকে ৩৪ ধাপ এগিয়ে ৮ম স্থানে। চিন: ২০১৫ সালে ৯৪তম স্থান থেকে এখন ৬০তম স্থানে।

ইউরোপীয় দেশগুলি:

ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন – ১৮৯টি দেশে প্রবেশাধিকার নিয়ে তৃতীয় স্থানে। অস্ট্রিয়া, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল ও সুইডেন – ১৮৮টি দেশে প্রবেশাধিকার নিয়ে চতুর্থ স্থানে।

নীচের দিকের চিত্র
অন্যদিকে আফগানিস্তান তালিকার একেবারে নিচে – মাত্র ২৫টি গন্তব্যে ভিসা-মুক্ত প্রবেশাধিকার। ফলে শীর্ষে থাকা সিঙ্গাপুরের সঙ্গে আফগানিস্তানের পাসপোর্টের ব্যবধান দাঁড়িয়েছে ১৬৮টি গন্তব্যের।

মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য পিছিয়ে
একসময় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পাসপোর্ট বর্তমানে যথাক্রমে দশম ও ষষ্ঠ স্থানে। উদীয়মান দেশগুলি কৌশলগত অংশীদারিত্বে জোর দিচ্ছে, আর সেই প্রতিযোগিতায় এই দুই দেশের আধিপত্য কমছে। এর ফলে দ্বৈত নাগরিকত্ব বা ‘লাইফস্টাইল মাইগ্রেশন’ ক্রমেই অনেক নাগরিকের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে।

Advertisement

ভারতীয় পাসপোর্টের এই অগ্রগতি আন্তর্জাতিক ভ্রমণক্ষেত্রে এক বড় সুবিধা এনে দিচ্ছে। আরও বেশি দেশ ভিসা-মুক্ত বা ভিসা-অন-অ্যারাইভাল তালিকায় যোগ হলে ভারতের পাসপোর্ট আরও শক্তিশালী হবে, এমনই আশা ভ্রমণপ্রেমীদের। 

 

Read more!
Advertisement
Advertisement