ভারতীয় রেল আমাদের লাইফলাইন। গোটা বিশ্বের মধ্যে বৃহত্তম রেল নেটওয়ার্কের দিক থেকে চতুর্থ স্থানে ভারতের রেল যোগাযোগ ব্যবস্থা। প্রতিদিন কোটি কোটি যাত্রীকে পরিষেবা দেয় এই যোগাযোগ ব্যবস্থা। তাই আমাদের সকলকেই রেলের কিছু নিয়ম জেনে রাখা খুবই জরুরী। কারণ তা না হলে আমরা যে কোনও সময় বিপদের মুখে পড়তে পারি।
যেমন রেলে দীর্ঘদিন যাতায়াত করা সত্ত্বেও আমরা অনেকেই জানি না ট্রেনে কোন কোন জিনিস নিয়ে ওঠা অপরাধের সামিল। ধরা পরলে যেমন জরিমানা হতে পারে, তেমন হতে পারে জেলও। আপনিও নিশ্চই জীবনের কোনও না কোনও সময়ে ট্রেনে ভ্রমণ করেছেন বা রোজই ট্রেনে চেপেই অফিসে বা গন্তব্যে যান, কিন্তু আপনি কি জানেন রেলের নিয়ম অনুসারে ট্রেনে কোন জিনিস বহন করা নিষিদ্ধ?
কী কী নিয়ে ট্রেনে ওঠা যায় না?
মনে রাখবেন, আপনি যদি এই নিয়মগুলি সম্পর্কে না জানেন, তাহলে অযথা পড়তে পারেন বিপদে। তাই না জানলে এই প্রতিবেদনটি আজ চটপট পড়ে ফেলা আপনার জন্য জরুরি। আমরা অনেকেই জানি যে ট্রেনে লাগেজ হিসেবে উনুন, গ্যাস সিলিন্ডার, দাহ্য রাসায়নিক, আতশবাজি, অ্যাসিড এবং চামড়া বা ভেজা চামড়া, গ্রিজ, সিগারেট এবং বিস্ফোরকের মতো পদার্থ বহন করা উচিত নয়। এই বিষয়ে রেলের তরফে কড়া নিয়ম রয়েছে।
ভুলেও এই ফল নিয়ে উঠবেন না
আপনার খুব চেনা ও বাঙালির খুব প্রিয় একটি ফলের ক্ষেত্রেও কিন্তু আছে একটি কড়া নিয়ম। এই নিয়মে বলা হয়েছে যে বিশেষ একটি ফল ট্রেনে বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু তাই নয়, এই নিয়ম লঙ্ঘনকারী যাত্রীদের জন্য শাস্তির বিধানও রয়েছে। নিয়ম অনুসারে যদি কোনও যাত্রী ট্রেনে মদ্যপান করেন, তাহলে তাঁরা গুরুতর সমস্যায় পড়তে পারেন। রেলের নিয়ম অনুসারে, কোনও যাত্রী মদ্যপান বা মাদকাসক্ত অবস্থায় ট্রেনে ভ্রমণ করতে পারবেন না। এরকম করলে আপনার মান্থলিও বাতিল হয়ে যেতে পারে।