Advertisement

International Nurses Day 2021: নার্সদের কুর্নিশ জানান Facebook, WhatsApp, Instagram -র মাধ্যমে

আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে (Florence Nightingale) সম্মান জানাতেই এক বিশেষ দিন উদযাপন শুরু হয়েছিল। প্রতিবছর ১২ মে আন্তর্জাতিক নার্সদের দিবস (International Nurses Day) হিসাবে পালন করা হয় বিশ্বজুড়ে।

আন্তর্জাতিক নার্সদের দিবস ২০২১আন্তর্জাতিক নার্সদের দিবস ২০২১
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 May 2021,
  • अपडेटेड 1:42 PM IST
  • মাতৃ স্নেহে অচেনা অসুস্থ রোগীগেও সেবায়- যত্নে সুস্থ করে তোলেন এই নার্সরাই।
  • বিশ্বজুড়ে নার্সদের নিজেদের কাজের প্রতি কঠোর পরিশ্রম ও উৎসর্গ সকলকে অনুপ্রাণিত করছে।
  • প্রতিবছর ১২ মে আন্তর্জাতিক নার্সদের দিবস হিসাবে পালন করা হয় বিশ্বজুড়ে।

প্রতিবছর ১২ মে আন্তর্জাতিক নার্সদের দিবস (International Nurses Day) হিসাবে পালন করা হয় বিশ্বজুড়ে। আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে (Florence Nightingale) সম্মান জানাতেই এই বিশেষ দিন উদযাপন শুরু হয়েছিল। মাতৃ স্নেহে অচেনা অসুস্থ রোগীগেও সেবায়- যত্নে সুস্থ করে তোলেন এই নার্সরাই। এই অতিমারীতে তাঁদের অবদান অনস্বীকার্য। বিশ্বজুড়ে নার্সদের নিজেদের কাজের প্রতি কঠোর পরিশ্রম ও উৎসর্গ সকলকে অনুপ্রাণিত করছে।

আন্তর্জাতিক নার্সদের ডে ২০২১: থিম

এই বছরের আন্তর্জাতিক নার্সদের দিবসের থিম হল, "নার্সেরা: ভবিষ্যতের স্বাস্থ্যসেবার জন্য একটি লক্ষ্য- এগিয়ে যাওয়ার একটি কণ্ঠ (Nurses: A Voice to Lead-A Vision for Future Healthcare)।"  চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মতো নার্সরাও কোভিড ১৯ অতিমারীর সঙ্গে লড়াইয়ের প্রথম সারির যোদ্ধা। আমাদের সমাজের এই পরম বন্ধুদের কুর্নিশ জানান আপনিও। তাঁদের উদ্দেশ্য লিখুন ভার্চুয়াল বার্তা। 

আরও পড়ুন

 

 

আন্তর্জাতিক নার্সদের দিবসের ভার্চুয়াল শুভেচ্ছা 

* "এবং নার্সিংয়ের যে কোনও ক্ষেত্রে যা সবচেয়ে প্রয়োজন, তা হল রোগীদের প্রকৃতিরকে তার সর্বোত্তম আচরণের জন্য সুযোগ দেওয়া" - ফ্লোরেন্স নাইটিংগেল

* "নিজেকে খুঁজে পাওয়ার সবচেয়ে ভাল উপায় হল নিজেকে অন্যের সেবার কাজে লাগানো" - মহাত্মা গান্ধী

* "নার্সের চরিত্র তাঁর জ্ঞানের মতোই গুরুত্বপূর্ণ" -ক্যারোলিন জার্ভিস

* নার্সেরা কোনও প্রেসক্রিপশন ছাড়াই আরাম, করুণা এবং যত্ন করেন।

* বিশ্বের সকল নার্সদের, আন্তর্জাতিক নার্স দিবসের শুভেচ্ছা! আপনারা আমাদের জীবনের আসল নায়ক।

* নার্স দিবসের শুভেচ্ছা সকল নার্সদের! আপনাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা রইল।

* হ্যাপি নার্স ডে! আপনার সেবা ও অক্লান্ত পরিশ্রমের জন্য অনেক ধন্যবাদ!

* স্বাস্থ্যসেবা কর্মীদের শুভ নার্স দিবস! আপনিই আমাদের প্রকৃত সুপারস্টার।

* আন্তরিক ধন্যবাদ এবং নার্স ডে-র  আপনাকে শুভেচ্ছা জানাই। এই কোভিড -১৯ অতিমারী আবার আপনাদের মূল্য প্রমাণ করেছে।

* নার্সিং কোনও সহজ কাজ নয় এবং যারা এই পেশায় তাঁদের সম্পূর্ণ জীবন উৎসর্গ করেন তাঁদের শ্রদ্ধা এবং সম্মান জানাই! হ্যাপি নার্স ডে!

Advertisement

* আমরা সকল নার্সদের, তাঁদের নিষ্ঠা ও সংগ্রামের জন্য কুর্ণিশ জানাই। সকল নার্সদের শুভেচ্ছা।

* অন্যদের যতটা যত্ন আপনারা করেন, তা আপনার কাছে শতগুণ ফিরে আসুক। হ্যাপি নার্স ডে!

 

Read more!
Advertisement
Advertisement