Advertisement

IRCTC Kerala Tour Package: কেরলের নৈসর্গিক সৌন্দর্য চাক্ষুস করতে চান, নতুন ট্যুর নিয়ে হাজির IRCTC

ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর। যারা দক্ষিণ ভারতের প্রকৃতি-সমৃদ্ধ নৈসর্গিক সৌন্দর্যে দেখতে চান, তাদের জন্য ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) নতুন ট্যুর নিয়ে হাজির হয়েছে।

কেরালা ট্যুর প্যাকেজ হাজির IRCTCকেরালা ট্যুর প্যাকেজ হাজির IRCTC
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 03 Oct 2022,
  • अपडेटेड 3:00 PM IST
  • কেরল ট্যুর প্যাকেজ হাজির IRCTC
  • ১৫ অক্টোবর লখনউ থেকে এয়ার ট্যুর প্যাকেজ শুরু হবে

IRCTC Kerala Tour Package: ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর। যারা দক্ষিণ ভারতের প্রকৃতি-সমৃদ্ধ নৈসর্গিক সৌন্দর্যে দেখতে চান, তাদের জন্য ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) নতুন ট্যুর নিয়ে হাজির হয়েছে। সময়ে সময়ে দেশের বিভিন্ন রাজ্যের জন্য ট্যুর প্যাকেজ চালু করে আইআরসিটিসি। এই পর্বে, IRCTC যাত্রীদের সুবিধার জন্য একটি দুর্দান্ত কেরল ট্যুর প্যাকেজ (IRCTC Kerala Tour Package) নিয়ে হাজির হয়েছে। এই ট্যুর প্যাকেজ ট্রেনের নয়, বিমানের। কেরলর (Kerala) নৈসর্গিক সৌন্দর্য এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য চাক্ষুস সুযোগ পাওয়া যাবে এই সফরে। ১৫ অক্টোবর লখনউ থেকে এয়ার ট্যুর প্যাকেজ শুরু হবে। ৬ রাত-৭ দিনের এই ট্যুরে পর্যটকরা কেরালার সুন্দর সমতল ভূমিতে ঘুরতে পারবেন।

কী কী সুবিধা থাকবে ট্যুর প্যাকেজে?

কেরলের জন্য চালু করা এই ট্যুর প্যাকেজটি ১৫ অক্টোবর থেকে শুরু হবে। ২১ অক্টোবর শেষ হবে ট্যুর। এই সফরে যাত্রীদের জন্য লখনউ থেকে তামিলনাড়ুর কোয়েম্বাটুর ফ্লাইটে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তিনতারা হোটেলে থাকা-খাওয়ার ব্যবস্থা করবে IRCTC। এই সফরে মুন্নারের চিয়াপাড়া জলপ্রপাত, সমুদ্র সৈকত, পুনরজানিতে সাংস্কৃতিক অনুষ্ঠান, ইরাভিকুলাম ন্যাশনাল পার্ক, কুন্ডলা ড্যাম লেক, মাত্তুপট্টি বাঁধ, ইকো পয়েন্ট, থাক্কাডির পেরিয়ার বন্যপ্রাণী অভয়ারণ্য, স্পাইস প্ল্যান্টেশন গার্ডেনে ঘুরতে পারা যাবে। এছাড়াও আলেপ্পির আদিযোগী শিব মূর্তি দর্শনের ব্যবস্থাও করা হয়েছে।

আরও পড়ুন

ভাড়া কত?

লখনউ থেকে কেরল ট্যুরের জন্য মথাপিছু খরচ ৬৪ হাজার ২০০ টাকা। দু'জনের জন্য প্যাকেজের খরচ জন প্রতি ৪৯ হাজার ৯০০ টাকা। তিনজনের জন্য খরচ ৪৭ হাজার ২০০ টাকা। এই প্যাকেজের বুকিং আগে আসলে আগে পাওয়া যাবে।

ট্যুর বুক করবেন কীভাবে?

IRCTC-র উত্তরাঞ্চলের প্রধান আঞ্চলিক ম্যানেজার অজিত কুমার সিনহা জানিয়েছেন যে যাত্রা বুকিংয়ের জন্য লখনউতে অবস্থিত IRCTC অফিসে যেতে হবে। IRCTC ওয়েবসাইট www.irctctourism.com থেকেও অনলাইন বুকিং করা যেতে পারে। বুকিং ও ভ্রমণ সংক্রান্ত আরও তথ্যের জন্য 8287930911/8287930902 নম্বরে যোগাযোগ করা যাবে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement