Advertisement

Pee Smells Bad: প্রস্রাব থেকে পেঁয়াজ-রসুনের মতো গন্ধ বেরচ্ছে? কারণ জেনে নিন

আপনার প্রস্রাব থেকে কি পেঁয়াজ এবং রসুনের মতো বিকট গন্ধ বের হচ্ছে? নাক শিঁটকালেও বাস্তবে এমনটা ঘটে থাকলে মোটেও তা এড়িয়ে যাওয়া উচিত নয়। কিন্তু কেন এমনটা হয়ে থাকে জানেন কি?

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Nov 2025,
  • अपडेटेड 5:04 PM IST
  • প্রস্রাব থেকে কি পেঁয়াজ এবং রসুনের মতো বিকট গন্ধ বের হচ্ছে?
  • নাক শিঁটকালেও এমনটা আখছার হয়ে থাকে
  • কেন এমনটা হয়ে থাকে জানেন কি?

যে আদা আপনার পাস্তা টেস্টি করেছিল, সেই আদারই গন্ধ পাচ্ছেন প্রস্রাব থেকে? কিংবা আপনার বগল থেকে পেঁয়াজের মতো গন্ধ বের হচ্ছে? নাক শিঁটকালেও এমনটা আখছার হয়ে থাকে অনেকের সঙ্গেই। কিন্তু এর নেপথ্যে ঠিক কী কারণ থাকতে পারে জানেন কি?  

পেঁয়াজ-রসুনে থাকে উদ্বায়ী জৈব যৌগ। যার মধ্যে অনেকগুলি সালফার-ভিত্তিক। যা রসুন এবং পেঁয়াজকে তীব্র-ঝাঁঝালো গন্ধ দেয়। গার্লিক ব্রেড কিংবা অনিয়ন স্প্রিং রোলের মতো খাবার খাওয়ার পর অনেক সময়েই তা সঠিক ভাবে হজম হয় না। হজমের সময়ে রসুন-পেঁয়াজে থাকা সালফারের মলিকিউল রক্তে মেশে। সে কারণে অনেক সময়ে প্রস্রাব থেকে এ হেন বিকট গন্ধ বের হয়।  

লিভার সঠিক ভাবে মলিকিউলগুলিকে ভাঙতে না পারলে তা অন্য ভাবে দেহ থেকে বেরনোর পথ খোঁজে। আবার ফুসফুস থেকে পেঁয়াজ কিংবা রসুনের গন্ধযুক্ত বায়ু নির্গত হয়। ত্বক থেকেও ঘামের সঙ্গে এই গন্ধ নির্গত হয়। কিংবা কিডনির মাধ্যমে প্রস্রাবের সময়ে এই গন্ধ বের হয়। এমনকী, কফি, মাছ এবং ব্রকলির মতো গন্ধও বের হয় প্রস্রাব থেকে। খাবার ভাল করে সেদ্ধ করে খেলে এবং বারবার জল খেলে এই সমস্যা দূর করা সম্ভব। 

কী কী কারণে প্রস্রাবে দুর্গন্ধ হয়? 
> যখন প্রস্রাব ঘনীভূত হয় এবং তাতে অ্যামোনিয়ার পরিমাণ বেশি থাকে, তখন তীব্র গন্ধ হয়। পর্যাপ্ত জল না পান করলে এমনটা হয়।
> কিছু খাবার, যেমন অ্যাসপারাগাস, রসুন, পেঁয়াজ, মাংস বা মাছের কারণে প্রস্রাবের গন্ধ পরিবর্তন হতে পারে। নির্দিষ্ট ভিটামিনও এর কারণ হতে পারে।
> স্বাভাবিক অবস্থায় প্রস্রাবে সামান্য অ্যামোনিয়ার মতো গন্ধ থাকে, যা বাতাসের সংস্পর্শে এলে উৎপন্ন হয়। 
> মূত্রনালীর সংক্রমণ (UTI) প্রস্রাবের দুর্গন্ধের একটি সাধারণ কারণ।
> কিডনিতে পাথর হলে প্রস্রাবে দুর্গন্ধ হতে পারে।
> কিছু ক্ষেত্রে কিডনির গুরুতর রোগেও প্রস্রাবের গন্ধ পরিবর্তন হয়।
> যৌন-সংক্রামিত রোগ (STI)-এর ফলেও প্রস্রাবে পচা বা দুর্গন্ধ হতে পারে। 

Advertisement

কখন ডাক্তারের কাছে যাবেন?
> যদি দুর্গন্ধ তীব্র বা অস্বাভাবিক হয়।
> যদি প্রস্রাবের সাথে ব্যথা বা জ্বালাপোড়া হয়।
> যদি প্রস্রাব মেঘলা, গাঢ় বা রক্তাক্ত হয়।
> যদি এর সাথে জ্বর, বমি বমি ভাব বা ক্লান্তি থাকে। 

কী করবেন?
প্রচুর জল পান করুন: এটি প্রস্রাবের ঘনত্ব কমিয়ে দুর্গন্ধ দূর করতে সাহায্য করতে পারে।
কিছু খাবার এড়িয়ে চলুন: যদি দেখেন অ্যাসপারাগাস বা অন্যান্য মশলাদার খাবারের পর প্রস্রাবে দুর্গন্ধ হয়, তবে সেগুলো খাওয়া কমিয়ে দিন।
ডাক্তারের পরামর্শ নিন: যদি দুর্গন্ধ দীর্ঘস্থায়ী হয় বা অন্য কোনো উপসর্গ দেখা দেয়, তাহলে অবশ্যই একজন ডাক্তারের সাথে যোগাযোগ করুন। 

 

Read more!
Advertisement
Advertisement