Advertisement

Sweat Control In Summer: স্নানের পরই আবার ঘেমে যাচ্ছেন? অতিরিক্ত ঘাম কমাতে যা করবেন

Sweat Control In Summer:  অনেকের মাত্রাতিরিক্ত ঘাম হয়। যার ফলে সারাক্ষণ শরীর ভিজে জবজব করতে থাকে। যা অস্বস্তিতে রাখে সারাক্ষণ। অতিরিক্ত ঘাম শরীরের বিভিন্ন জায়গা যেমন হাতের তালু, পায়ের নিচে, বগল, গলা, কপাল, এমনকি মাথার ত্বকেও ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এছাড়া এটি স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করে ও ঘামের দুর্গন্ধ বাড়ানোর ঝুঁকি বাড়ায়।

স্নানের পরই আবার ঘেমে যাচ্ছেন? অতিরিক্ত ঘাম কমাতে যা করবেনস্নানের পরই আবার ঘেমে যাচ্ছেন? অতিরিক্ত ঘাম কমাতে যা করবেন
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 23 Apr 2023,
  • अपडेटेड 8:02 AM IST
  • স্নানের পরই আবার ঘেমে যাচ্ছেন?
  • অতিরিক্ত ঘাম কমাতে যা করবেন
  • জেনে নিন কীভাব নিয়ন্ত্রণে রাখবেন ঘাম

Sweat Control In Summer: গরমে ঘাম হওয়া স্বাভাবিক ব্যপার। যাদের ঘাম হয় না, তাঁদের চেয়ে যাঁদের ঘাম হয়, তাঁরা বেশি সুস্থ থাকেন। ঘাম তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এটি একটি সুস্থ শারীরবৃত্তীয় প্রক্রিয়া বলে ধরা হয়। তবে অনেকের মাত্রাতিরিক্ত ঘাম হয়। যার ফলে সারাক্ষণ শরীর ভিজে জবজব করতে থাকে। যা অস্বস্তিতে রাখে সারাক্ষণ। অতিরিক্ত ঘাম শরীরের বিভিন্ন জায়গা যেমন হাতের তালু, পায়ের নিচে, বগল, গলা, কপাল, এমনকি মাথার ত্বকেও ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এছাড়া এটি স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করে ও ঘামের দুর্গন্ধ বাড়ানোর ঝুঁকি বাড়ায়।

ঘামের পরিমাণ অস্বাভাবিক হারে বাড়লে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে অতিরিক্ত ঘাম হওয়ার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে কয়েকটি ঘরোয়া উপায়ে ঘাম নিয়ন্ত্রণ করা যায়।

আরও পড়ুন

অ্যাপল সিডার ভিনিগার

ঘাম নিয়ন্ত্রণ করতে অ্যাপল সাইডার ভিনিগার বেশ কার্যকরী। ত্বকে ব্যবহার করে ঘাম নিয়ন্ত্রণ করার পাশাপাশি অ্যাপল সাইডার ভিনিগার নিয়মিত খাওয়ার ফলে ত্বকের পিএইচ স্তর ঠিক রাখতে সাহায্য করে। এছাড়া চাইলে অ্যাপল সাইডার ভিনিগার খাওয়ার অভ্যাস করলেও অতিরিক্ত ঘাম নিয়ন্ত্রণ করা সম্ভব।

বেকিং সোডা

বেকিং সোডাও শরীরকে অতিরিক্ত ঘামের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। বেকিং সোডা প্রাকৃতিক ভাবে শরীরের ঘাম শোষণ করে ও দুর্গন্ধ কমায়। এছাড়া শরীরের যে অংশ বেশি ঘামে সেখানের পিএইচ লেভেলের মাত্রা কমাতেও বেকিং সোডা সাহায্য করে।

লাল চা

অতিরিক্ত ঘাম কমাতে লাল চা বেশ কার্যকারী। লাল চা’য়ে থাকা ট্যানিক অ্যাসিড ঘাম প্রতিরোধ করতে পারে। এছাড়া লাল চা ঘাম গ্রন্থি সংকোচন করে অতিরিক্ত ঘামানোর হাত থেকে শরীরকে রক্ষা করে। পাশাপাশি শরীরের দুর্গন্ধ সৃষ্টিকারী জীবাণু ধ্বংস করতেও লাল চা সমান কার্যকারী।

সাদা চন্দন

সাদা চন্দনের পাউডার বা গুঁড়া ত্বক শুষ্ক রাখার মাধ্যমে ঘাম নিয়ন্ত্রণে সাহায্য করে। এতে আছে বিভিন্ন ধরনের এনজাইম যা ত্বকের অতিরিক্ত ঘাম শোষণ করে নেয়। এছাড়া চন্দনের সুগন্ধি ঘাম থেকে তৈরি দুর্গন্ধ দূর করতে সাহায্য করে।

Advertisement

টমেটোর রস

টমেটোতে আছে অ্যাস্ট্রিনজেন্ট যা ঘাম গ্রন্থিকে সংকুচিত করে। তাছাড়া এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ঘাম নিয়ন্ত্রণ করে অতিরিক্ত ঘামানোর প্রবণতা কমিয়ে আনে।

লেবু

লেবু প্রাকৃতিক ডিওডরেন্ট হিসেবে কাজ করে। যা ঘাম থেকে তৈরি দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। তবে সূর্যের আলো বা রোদে বের হওয়ার আগে লেবু ব্যবহার উচিত না।

নারকেল তেল

এই তেলে আছে লরিক এসিড যা দুর্গন্ধের জন্য দায়ী জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। এছাড়া নারিকেল তেলের হালকা সুগন্ধ শরীরকে সারাদিন সজীব রাখতে সাহায্য করবে।


 

Read more!
Advertisement
Advertisement