মহালয়া থেকেই কলকাতার একাধিক মণ্ডপে ভিড় শুরু করেছেন দর্শনার্থীরা। শুধু কলকাতা কেন, জেলায় জেলায়ও এবার মহালয়ার পর থেকেই ঠাকুর দেখা শুরু হয়েছে। অনেকে এক দফা দেখেছেন। ফের ঠাকুর দেখতে বেরোবেন ষষ্ঠী বা সপ্তমী থেকে। পুজোর এই কটা দিন বাঙালি রাতভর ঠাকুর দেখে।
অনেকে গাড়ি নিয়ে ঠাকুর দেখতে যান। অনেকে আবার হেঁটে। তবে ঠাকুর দেখতে গিয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েন। কেউ কেউ পরদিন আবার হাত পায়ে ব্যথা নিয়ে নড়াচড়া করতে পারেন না। এছাড়াও ঠাকুর দেখতে গিয়ে বমি করা, ডি হাইড্রেশনে ভোগার মতো সমস্যা থাকে। এতে অনেকের বাকি পুজো মাটি হয়ে যায়। তাহলে প্যান্ডেল হপিং করতে গিয়ে কীভাবে নিজেকে সুস্থ রাখবেন ? কোন কোন টিপস মেনে চলতে হবে আপনাকে ?