Advertisement

Mutton Rezala: পুজোর একদিন হয়ে যাক মাটন রেজালা, রুমালি রুটির সঙ্গে আহা, RECIPE

Mutton Rezala: কালিয়া থেকে রগরগে লাল ঝোল কিংবা কষা, মাটনের যে কোনও পদই বাঙালির মনে অবাধ জায়গা করে নিয়েছে। তবে বিরিয়ানি খেতে গিয়ে অনেকেই তার সঙ্গে মাটন রেজালা নিয়ে থাকেন। হালকা মশলার এই জম্পেশ পদটি দারুণ সুস্বাদু।

মাটন রেজালা রেসিপিমাটন রেজালা রেসিপি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Sep 2025,
  • अपडेटेड 6:34 PM IST
  • কালিয়া থেকে রগরগে লাল ঝোল কিংবা কষা, মাটনের যে কোনও পদই বাঙালির মনে অবাধ জায়গা করে নিয়েছে।

কালিয়া থেকে রগরগে লাল ঝোল কিংবা কষা, মাটনের যে কোনও পদই বাঙালির মনে অবাধ জায়গা করে নিয়েছে। তবে বিরিয়ানি খেতে গিয়ে অনেকেই তার সঙ্গে মাটন রেজালা নিয়ে থাকেন। হালকা মশলার এই জম্পেশ পদটি দারুণ সুস্বাদু। সাদা গ্রেভির এই মাটন পোলাও বা রুটি-পরোটার সঙ্গে দারুণ জমে। শিখেন নিন মাটন রেজালা রেসিপি (Mutton Rezala Recipe)।

উপকরণ
মাটন ১ কেজি
আদা বাটা ১ টেবিল চামচ
রসুন বাটা ১ চা চামচ
জিরে বাটা ১ চা চামচ
পোস্ত বাটা ১ চা চামচ
বাদাম বাটা ১ চা চামচ
গোরমরিচ গুঁড়ো আধ চা চামচ
টক দই ১ কাপ
মাখন ২ টেবিল চামচ
তেল আধ কাপ
পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ
ঘি ২ টেবিল চামচ
পেঁয়াজ ভাজা ১ কাপ
নুন স্বাদ মতো
কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী
শুকনো লঙ্কা কয়েকটি (সাজানোর জন্য)
চিনি ১ চা চামচ
গরম মশলা ৪ টুকরো করে
জায়ফল-জয়ত্রি-দারচিনি একসঙ্গে গুঁড়ো, দেড় চা চামচ।

পদ্ধতি
প্রথমে প্রেশার কুকারে মাংস সিদ্ধ করে নিন। এ বার সিদ্ধ মাংসের গায়ে সব মশলা মিশিয়ে তাকে ২ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।

এর পর কড়াইতে ঘি ও তেল দুই-ই মিলিয়ে দিন। গরম হলে এতে পেঁয়াজ দিয়ে তা বাদামি করে ভেজে তুলে রাখুন।

এ বার ওই ঘি-তেলের মিশ্রণেই মশলা মাখানো মাংস দিয়ে দিন। ঢিমে আঁচে কষতে থাকুন। জল বেরিয়ে এলে দেখে নিন মাংস সিদ্ধ হল কি না।

এ বার বেরেস্তা ছড়িয়ে দিন মাংসের উপর। এর পর এতে স্বাদ অনুযায়ী লঙ্কা মিশিয়ে দিন। কষানোর মধ্যেই স্বাদ অনুযায়ী চিনি দিন। মাখন যোগ করুন এতে।

মাংস নরম হয়ে তেলের উপর ভেসে উঠলে তা নামিয়ে পরিবেশন করুন রুটি, নান বা পরোটার সঙ্গে।

Read more!
Advertisement
Advertisement