ডিসেম্বর মাসের প্রায় শুরু থেকেই ফেস্টিভ মুডে গা ভাসায় বিশ্ববাসী। ভারতেও দীপাবলির পর বড়দিনের আগে ঝলমলে আলোয় সেজে ওঠে বাড়ি, অফিস থেকে শহরের অলিগলি। ক্রিসমাস ইভে চারিদিক থেকে ভেসে আসে ক্যারলের (Carol) সুর। দুঃখ -অভিমান সব ভুলে যেন তৈরি হয় এক খুশির পরিবেশ।
বুধবার, ২৫ ডিসেম্বর, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের সবচেয়ে বড় উৎসব বড়দিন। তবে এই উৎসবে জাতি- ধর্ম- বর্ণ নির্বিশেষে সকলেই সামিল হোন। জানুন এই বড়দিনে সকলকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে কী ভার্চুয়াল বার্তা (Christmas Wishes) দিতে পারেন আপনি।
ক্রিসমাসের শুভেচ্ছা বার্তা ২০২৪ (Christmas 2024 Wishes)
* সব অশুভ শক্তির বিনাশ হোক, পজিটিভিটি থাকুক চারিদিকে। আমার সকল বন্ধুদের জানাই মেরি ক্রিসমাস।
* মেরি ক্রিসমাস! আগামীটা খুব ভাল কাটুক সকলের।
* প্রার্থনা করি এই বড়দিনে আপনার জীবনের সমস্ত প্রতিবন্ধকরা কেটে যাক। শুভারম্ভ হোক আপনার জীবনে।
* বড়দিন উপলক্ষে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা।
* বড়দিনের আলোয়, আপনার জীবন হয়ে উঠুক উজ্জ্বল! শুভ বড়দিন ২০২৪।
* প্রভু যিশু আপনাকে রক্ষা করুক সকল বিপদ থেকে...বড়দিনের শুভেচ্ছা সকলকে।
* সকল দুঃখ, কষ্ট, গ্লানি মুছে যাক এই উৎসবে! মেরি ক্রিসমাস ২০২৪...
* বড়দিন মানে একরাশ খুশি। উপহার ও আনন্দের সঙ্গে এই উৎসব উপভোগ করুন। আপনাকে এবং আপনার পরিবারকে বড়দিনের শুভেচ্ছা।
* এই উৎসবের মরসুমে আপনার জীবনে ভরে উঠুক আনন্দ- সুখ ও সাফল্য। মেরি ক্রিসমাস ২০২৪!
* আপনার দুঃখ, কষ্ট, চিন্তা দূর করবেন প্রভু যিশু। বড়দিনের শুভেচ্ছা।
* এই ক্রিসমাসে প্রভু যিশুর কাছে প্রার্থনা করি পৃথিবীর অসুখ যেন সেরে যায়। সুস্থ থাকুক সকলে।
* প্রভু যিশু আপনার জীবনে ভালোবাসা ও আশীর্বাদ প্রদান করুক। মেরি ক্রিসমাস!
* বড়দিনের অনেক শুভ কামনা রইল।
* ঈশ্বর তোমার মঙ্গল করুক। কেক, পেস্ট্রির ও ক্যান্ডির মতো অনেক ভালোবাসা তোমার জন্য। মেরি ক্রিসমাস বন্ধু!
* এই বড়দিনে আপনার ও আপনার পরিবারের সব স্বপ্ন সত্যি হোক! মেরি খ্রিসমাস!
* এই ক্রিসমাসে প্রভু যিশুর কাছে প্রার্থনা করি পৃথিবীর অসুখ যেন সেরে যায়। সুস্থ থাকুক সকলে।
* ঠাণ্ডা আবহাওয়ায় আপনাকে জানাই বড়দিনের উষ্ণ শুভেচ্ছা! শুভ হোক সব...
* এই বছর বড়দিনে আপনার ও আপনার পরিবারের সুখ -শান্তি ও সমৃদ্ধি কামনা করি।