Advertisement

Monsoon Care: বর্ষায় চুল পড়ার সমস্যায় জেরবার, গ্রিন টি-নিম পাতার এই রসেই হবে কাজ

বর্ষায় চুলের বেহাল দশা হয়ে যায়। অতিরিক্ত আর্দ্রতার কারণে স্ক্যাল্পে তেলতেলে ভাব বাড়ে। এর জেরে স্ক্যাল্পে ময়লা জমে এবং চুল পড়ার সমস্যা বাড়ে। পাশাপাশি চুলে ফ্রিজিনেস বাড়ে। অনেক সময়ে ফাঙ্গাল ইনফেকশনও দেখা দেয়। বর্ষায় চুলের সমস্যা এড়াতে দু'টি পাতা দারুণ কাজ দেয়। কোন দুই পাতার সাহায্যে চুলের সমস্যা দূর করবেন, জেনে নিন।

চুল পড়াচুল পড়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Jul 2025,
  • अपडेटेड 4:11 PM IST

বর্ষায় চুলের বেহাল দশা হয়ে যায়। অতিরিক্ত আর্দ্রতার কারণে স্ক্যাল্পে তেলতেলে ভাব বাড়ে। এর জেরে স্ক্যাল্পে ময়লা জমে এবং চুল পড়ার সমস্যা বাড়ে। পাশাপাশি চুলে ফ্রিজিনেস বাড়ে। অনেক সময়ে ফাঙ্গাল ইনফেকশনও দেখা দেয়। বর্ষায় চুলের সমস্যা এড়াতে দু'টি পাতা দারুণ কাজ দেয়। কোন দুই পাতার সাহায্যে চুলের সমস্যা দূর করবেন, জেনে নিন।

নিমপাতা দিয়ে কমান চুলের সমস্যা
চুলের বৃদ্ধিতে সাহায্য করে নিমপাতা। এই ভেষজ উপাদান স্ক্যাল্পে পুষ্টি জোগায়, চুল পড়া কমায় এবং স্ক্যাল্পে রক্ত সঞ্চালন উন্নত করে। নিমপাতার মধ্যে অ্যান্টি-ফাঙ্গাল উপাদান রয়েছে, যা স্ক্যাল্পে চুলকানি, খুশকির সমস্যা কমায়। বর্ষাকালে স্ক্যাল্প পরিষ্কার করার জন্য নিমপাতার সাহায্য নিতে পারেন।

চুলের যত্নে কী ভাবে নিমপাতা ব্যবহার করবেন?
যে কোনও হেয়ার অয়েলের সঙ্গে নিম তেল মিশিয়ে স্ক্যাল্প ও চুলে মালিশ করতে পারেন। এ ছাড়া জলের সঙ্গে নিমপাতা ফুটিয়ে নিন। ওই মিশ্রণটি স্প্রে বোতলে ভরে চুল ও স্ক্যাল্পে স্প্রে করতে পারেন। নিমপাতার প্যাক বানিয়েও ব্যবহার করতে পারেন। এক মুঠো নিমপাতা টক দইয়ের সঙ্গে পেস্ট করে নিন স্ক্যাল্প ও চুলে মেখে নিন। গ্রিন টি দিয়ে দূর করুন চুলের সমস্যা। গ্রিন টিয়ের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা চুল পড়া কমায়। এই পাতার মধ্যে ভিটামিন ই রয়েছে, যা ফ্রি র‍্যাডিকেলের সঙ্গে লড়াই করতে এবং চুল পড়া কমায়। চুলের অকালপক্কতা রোধ করে গ্রিন টি। নতুন চুল গজাতেও সাহায্য করে এই ভেষজ উপাদান।

কী ভাবে গ্রিন টি ব্যবহার করলে নতুন চুল হবে?
চুলের দৈর্ঘ্য মাথায় রেখে পরিমাণ মতো জল নিন। এতে চা পাতা দিয়ে ফুটিয়ে নিন। চা ছেঁকে নিন। শ্যাম্পু করার পরে এই গ্রিন টি ফোটানো জল মাথায় ঢালুন। আঙুল দিয়ে স্ক্যাল্পে ভালো 'করে মালিশ করবেন। তার আগে অবশ্যই মিশ্রণটি ঠান্ডা করে নেবেন। চুলে চায়ের লিকার ঢালার পর ১৫ মিনিট অপেক্ষা করুন। তার পরে পরিষ্কার জল দিয়ে আবার মাথা ধুয়ে নিন। এই চায়ের লিকার হেয়ার মাস্কে মিশিয়েও ব্যবহার করতে পারেন। এই বর্ষায় ব্যবহার করে দেখুন এই দুই পাতা। অবশ্যই উপকার পাবেন।

Advertisement
Read more!
Advertisement
Advertisement