Advertisement

Happy Mother's Day 2021: মাকে জানান মনের কথা! Whatsapp, Facebook, Instagram-এ শেয়ার করুন উইশ বার্তা

সকলের জীবনের প্রথম গাইড, দার্শনিক, পরামর্শদাতা এবং বন্ধু হয় 'মা'। প্রতি বছর, বিশ্বজুড়ে পালিত হয় 'মাতৃ দিবস' বা 'মাদার্স ডে' (Mother's Day)। তাই এই 'মাদার্স ডে'-তে আপনার মা কিংবা মাতৃসমদের স্পেশাল অনুভূতি দিতে পারেন সামাজিক মাধ্যমের সাহায্যে।

'মাদার্স ডে'-তে মাকে শুভেচ্ছা জানান ভার্চুয়াল বার্তায় (ছবি: গেটি)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 May 2021,
  • अपडेटेड 3:39 PM IST
  • নিখাদ ভালবাসা এবং স্নেহের সঠিক সংজ্ঞা মা।
  • প্রতি বছর, বিশ্বজুড়ে পালিত হয় 'মাতৃ দিবস'।
  • এই বছর এই বিশেষ দিনটি পড়েছে ৯ মে।  

কথাতেই বলে, যেহেতু ঈশ্বর সর্বত্র উপস্থিত থাকতে পারেন না, তাই তিনি 'মায়েদের' তৈরি করেছিলেন। বেশিরভাগ মহিলারাই বলেন 'মাতৃত্ব' তাঁদের জীবনের সর্বশ্রেষ্ঠ গুণ। সকলের জীবনের প্রথম গাইড, দার্শনিক, পরামর্শদাতা এবং বন্ধু হয় 'মা'। প্রতি বছর, বিশ্বজুড়ে পালিত হয় 'মাতৃ দিবস' বা 'মাদার্স ডে' (Mother's Day)। মে মাসের দ্বিতীয় রবিবার পৃথিবী জুড়ে হয় 'মাদার্স ডে'। এই বছর এই বিশেষ দিনটি পড়েছে ৯ মে।  

আজকাল বেশীরভাগ মায়েরাই টেক স্যাভি। তাঁরা পছন্দ করেন এই দিনটি ছেলে-মেয়েরা বিশেষ ভাবে উদযাপন করুক। আবার অনেকে কর্মসূত্রে বা একাধিক কারণে মায়ের থেকে দূরে থাকেন। তাই এই 'মাদার্স ডে'-তে আপনার মা কিংবা মাতৃসমদের স্পেশাল অনুভূতি দিতে পারেন সামাজিক মাধ্যমের সাহায্যে। জেনে নিন নিজের ওয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টে কী ভার্চুয়াল বার্তা দিতে পারেন আপনি।  

'মাদার্স ডে' -র ভার্চুয়াল মেসেজ ও স্ট্যাটাস

 * আমার জীবনের শুরু তোমাকে দিয়ে মা, আমার প্রথম শেখা শব্দ হল মা, স্বর্গ আমি দেখিনি, কিন্তু স্বর্গের চেয়ে অনেক বেশি সুন্দর তুমি মা। হ্যাপি মাদার্স ডে।

*  মায়ের আদরে যে আরাম, ভরসা আছে, তা আর পৃথিবীর কারও আদরে নেই।

* মাতৃত্ব! ভালবাসার শুরু আর শেষ এখানেই। শুভ মাতৃ দিবস সকলকে। 

* প্রথম স্পর্শ মা, প্রথম পাওয়া মা, প্রথম শব্দ মা, প্রথম দেখা মা ,আমার পৃথিবী তুমি মা। মা দিবসের শুভেচ্ছা।

* আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা... হ্যাপি মাদার্স ডে!

Advertisement

আরও পড়ুন: সামনেই মাদার্স ডে'! মায়ের এই নতুনত্ব উপহারগুলি পছন্দ হবেই 

* দুনিয়ার সব কিছু বদলে গেলেও, মায়ের ভালবাসা কখনও বদলায় না। মাতৃ দিবসের শুভেচ্ছা।

* মা আমার প্রথম বন্ধু, মা আমার সেরা বন্ধু, মা আমার চিরকালের বন্ধু! তোমায় খুব ভালবাসি মা...

* প্রথম স্পর্শ মা, প্রথম পাওয়া মা, প্রথম শব্দ মা, প্রথম দেখা মা,আমার গোটা পৃথিবী তুমি মা। মাতৃ দিবসের শুভেচ্ছা!

* যার মা আছে, সে কখনই গরীব নয়! হ্যাপি মাদার্স ডে!

* মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল! 

* মা ছাড়া জীবন অচল, নিঃসঙ্গ যাত্রায় প্রতিটি মূহূর্ত নির্জন, জীবনে মায়ের প্রয়োজনীয়তা অসীম, মায়ের আশীর্বাদেই কঠিন পরিস্থিতিও হয় সহজ। মাতৃ দিবসের শুভেচ্ছা!

* "হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুখ মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরান, মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে কত না সোহাগে মাতা বুকটি ভরান।" প্রণাম নিও মা! 

আরও পড়ুন: পুষ্টির সঙ্গে মিষ্টিমুখ! বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু গাজরের হালুয়া, রইল রেসিপি 

যদিও অনেকে মনে করেন শুধু একদিন কেন, রোজ হয়ে উঠুক মাতৃ দিবস। তবে এই একবিংশ শতাব্দীতে,মায়েদের জন্য প্রতিটি দিন স্পেশাল করে তোলা কর্ম ব্যস্ততার ফাঁকে অসম্ভব। তাই একটা দিন যদি তাঁরা একটু 'স্পেশাল ফিল' করেন, তাহলে ক্ষতি কী?  

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement