Advertisement

New year 2023 Resolutions: নতুন বছরে নিজেকে কী প্রতিশ্রুতি দেবেন? জানুন নিউ ইয়ার রেজোলিউশনের টিপস

New year 2023 Resolution Ideas: আপনিও ভাবছেন নতুন বছরের কিছু শপথ বা আগাম পরিকল্পনা নেবেন? কিন্তু এখনও বুঝে উঠতে পারছেন না, কী কী রাখবেন সে তালিকায়? রইল নিউ ইয়ার ২০২৩-এর রেজলিউশনের একটি তালিকা। 

নিউ ইয়ার রেজোলিউশনের টিপস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Dec 2022,
  • अपडेटेड 4:13 PM IST

আসছে ২০২৩ (New Year 2023)। নতুন বছরে কী করবেন আর কী করবেন না, এ নিয়ে বহু মানুষ নববর্ষের আগেই প্ল্যানিং করে ফেলেন। আসলেই নিজের কাছে একগাদা প্রতিশ্রুতি নিয়ে থাকেন বহু মানুষ। হাল আমলে নিউ ইয়ার রেজোলিউশন ঠিক করা একটা ট্রেন্ডও বলা চলে।

আপনিও ভাবছেন নতুন বছরের কিছু শপথ বা আগাম পরিকল্পনা নেবেন? কিন্তু এখনও বুঝে উঠতে পারছেন না, কী কী রাখবেন সে তালিকায়? রইল নিউ ইয়ার ২০২৩-এর রেজোলিউশনের (New Year Resolution) একটি তালিকা। 

 

* গোটা বছরের একটি ভাল বাজেট তৈরি করুন। 

* মননশীলতার অনুশীলন করুন।

* প্রতি সপ্তাহে নতুন কিছু রান্না করুন।

* আরও বই পড়ুন। 

* একটি পরিষ্কার সময়সূচী তৈরি করুন।

* কম অ্যালকোহল পান করুন। ধুমপান ত্যাগ কর। 

 * একটি স্বাস্থ্যকর ঘুমের রুটিন মেনে চলুন।

* প্রচুর শাকসবজি খান।

* নির্দিষ্ট সময় অন্তর স্বাস্থ্য পরীক্ষা করার।

* গাছের চারা লাগান ও যত্ন নিন। 

* আপনার মস্তিষ্কের ব্যায়াম করুন।

* নিয়মিত যোগব্যায়াম বা ওয়ার্কআউট করুন।

* ছুটির পরিকল্পনা করুন। 

* পরিবার ও বন্ধুদের সময় দিন।

* ইতিবাচক মনোভাব রাখুন।

* নিজের শখ পূরণ করুন। 

* নিজেকে একটি নতুন চেহারা/ লুক দিন। 

* স্কিনকেয়ার ও হেয়ারকেয়ার রুটিনে বিনিয়োগ করুন।

 * আরও হাঁটা শুরু করুন।

Advertisement

* নিজের কাছে চিঠি লিখুন।

অনেকেই একগাদা রেজোলিউশন ঠিক করেও সেগুলি মেনে চলেন না বছরভর। কিংবা শুরুর কিছু দিন মানলেও, বছরের বাকি সময়টা মেনে চলেন না। তা করলেও কিন্তু হবে না। আপনাকে মনে রাখতে হবে, নিউ ইয়ার রেজোলিউশন নেওয়া মানে কিন্তু শুধু একটা লম্বা তালিকা করে, ট্রেন্ডে গা ভাসানো না। নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন মানে, তা পালন করতে হবে দৃঢ় ভাবে। 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement