অস্ট্রেলিয়ার দুরন্ত স্পিন বোলার শেন ওয়ার্ন (Shane Warne Death) প্রয়াত। মাত্র ৫২ বছর বয়সে থাইল্যান্ডের (Thailand) কোহ সামুইতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত (Heart Attack) হয়ে মারা গেলেন ওয়ার্ন। তাঁর আকস্মিক মৃত্যুতে হতভম্ব অনুরাগীরা। তাঁর মৃত্যুর কারণ হৃদরোগই বলা হচ্ছে। সম্প্রতি শেন ওয়ার্ন সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করেন। সেই ছবির সঙ্গে ক্যাপশনে তিনি লেখেন, ওজন কমানোর জন্য তিনি ১০ দিন আগে 'অপারেশন শ্রেড' (Operation Shred) শুরু করেছেন এবং জুলাইয়ের মধ্যে তাঁকে আবার সুঠাম শরীরী আকারে ফিরে আসতে হবে। এটিই বোধহয় ওয়ার্নের অকালপ্রয়াণের কারণ।
'অপারেশন শ্রেড' তাঁর মৃত্যুর কারণ?
শেন ওয়ার্নের মৃত্যুতে শোকাহত অনুরাগীরা 'অপারেশন শ্রেড'-কে তাঁর মৃত্যুর কারণ বলে দাবি করছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই 'অপারেশন শেড' নিয়ে লিখেছেন। জানা গেছে, ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ফিট ছিলেন না শেন ওয়ার্ন। ২০১৯ সালে, তিনি ১৫ কেজি ওজন কমিয়েছিলেন। এ জন্য কঠোর ডায়েট অনুসরণ করতেন এই প্রাক্তন অজি ক্রিকেটার।
শুধু চা খেয়ে করতেন ডায়েট
অস্ট্রেলিয়ার মিডিয়াকে দেওয়া একটি সাক্ষাত্কারে শেন ওয়ার্নের ছেলে জ্যাকসন জানিয়েছেন, তাঁর বাবা ওজন কমাতে ৩০ দিনের উপোসে শুধু চায়ের ডায়েটে ছিলেন, হাতে শীঘ্রই ওজন কমে। ২০০৩ সালে, নিষিদ্ধ ওষুধ সেবনের জন্য তাঁকে ১২ মাসের জন্য ক্রিকেট থেকে সাসপেন্ড করা হয়েছিল। এরপর তিনি শুধু চা খেয়ে ডায়েট করতে থাকেন। এমনকি তিনি ফ্যাটমুক্ত হওয়ার জন্য স্লিমিং পিলও খেতেন, কারণ তাঁর উচ্চ রক্তচাপ ছিল।
কম বয়সে আর যাঁরা হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন
তাৎপর্যপূর্ণভাবে, অল্প বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ফিটনেস ফ্রিক খেলোয়াড় বা অভিনেতার মৃত্যু এই প্রথম নয়। এর আগে ফিটনেসের জন্য বিখ্যাত কন্নড় অভিনেতা পুনীত কুমার, বিগ বস খ্যাত সিদ্ধার্থ শুক্লা, অভিনেতা অমিত মিস্ত্রি, রঞ্জি প্ল্যাটার আভি বারোট হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। সম্প্রতি, অভিনেতা সুনীল গ্রোভার এবং কোরিওগ্রাফার হার্ট সংক্রান্ত অস্ত্রোপচার করেছেন।