Advertisement

Pain Relief : এই ৫ ব্যথাকে হালকাভাবে নেবেন না, হতে পারে বড় বিপদ

শুধুমাত্র মাথায়, ঘাড়ে, কোমরে বা পিঠেই ব্যথা নয়, পেটে বা অন্যান্য অনেক অংশেই ব্যথা হতে পারে। তবে একথা কথা মনে রাখবেন কোনও ব্যথাকেই কখনও অবহেলা করা উচিত নয়। কারণ সেগুলিই পর হয়ে উঠতে পারে মারণ ব্যধি। চলুন দেহের ব্যথা সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 17 May 2023,
  • अपडेटेड 11:56 PM IST
  • শরীরে ব্যথা অনেকেরই থাকে
  • বিভিন্ন অংশে হতে পারে ব্যথা
  • জেনে নিন বিস্তারিত

বর্তমানে কাজের চাপে মানুষ জর্জরিত। যার জেরে শরীরের বিভিন্ন অঙ্গের ব্যথায় কম বেশি প্রত্যেকেই প্রায় ভোগেন। শুধুমাত্র মাথায়, ঘাড়ে, কোমরে বা পিঠেই ব্যথা নয়, পেটে বা অন্যান্য অনেক অংশেই ব্যথা হতে পারে। তবে একথা কথা মনে রাখবেন কোনও ব্যথাকেই কখনও অবহেলা করা উচিত নয়। কারণ সেগুলিই পর হয়ে উঠতে পারে মারণ ব্যধি। চলুন দেহের ব্যথা সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

১. গাঁটে গাঁটে ব্যথা
কোনও আঘাত বা ঠান্ডা লাগা-সহ অনেক কারণে গাঁটে গাঁটে ব্যথা হতে পারে। জয়েন্টে ব্যথার সমস্যা আজকাল প্রচুর মানুষের মধ্যে দেখা যাচ্ছে। আগে এই সমস্যা শুধুমাত্র মধ্য ও বৃদ্ধদের মধ্যে দেখা গেলেও এখন অনেক যুবকও এর শিকার হচ্ছেন। আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থেকে এগুলি হতে পারে।

২. পেশী ব্যথা
ভিটামিন ডি-এর অভাব দেহের বিভিন্ন পেশীতে ব্যথার একটি অন্যতম কারণ। অনেক শহরের বাড়িতে মানুষ পর্যাপ্ত সূর্যালোক পান না। সেই কারণে, পেশীতে ব্যথা হওয়া অনিবার্য। যদিও এর আরও অনেক কারণ থাকতে পারে। এই ভিটামিনের ঘাটতি পূরণ করতে কিছু খাবারও খাওয়া যেতে পারে।

আরও পড়ুন

৩. মাথাব্যথা
ঘুমের অভাব এবং কাজের চাপ বা মানসিক সমস্যা-সহ অনেক কারণেই মাথাব্যথা হতে পারে। তবে যদি আপনাকে বারবার এই ব্যথার সম্মুখীন হতে হয় তবে সেটি মাইগ্রেনের লক্ষণ হতে পারে। তাই অবিলম্বে পরীক্ষা করিয়ে নেওয়াই ভাল।

৪. বুকে ব্যথা
বুকে সামান্য ব্যথা হলেই ডাক্তার দেখা উচিত। কারণ এটি হৃদরোগের একটি গুরুত্বপূর্ণ সতর্কতা হিসাবে বিবেচিত হয়। বিশেষ করে এই ব্যথা যদি বাম দিকে শুরু হয় তাহলে কখনওই উপেক্ষা করবেন না। কারণ এটি হার্ট অ্যাটাকের লক্ষণও হতে পারে।

৫. পেটে ব্যথা
যে কোনও সাধারণত পেটে ব্যথাকে পরিপাকতন্ত্র সম্পর্কিত সমস্যা হিসাবে বিবেচনা করেন। তবে এটি মূত্রনালীর সংক্রমণ, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ডিসঅর্ডার বা প্রজনন সিস্টেমের সমস্যাও হতে পারে। সেক্ষেত্রে সঠিক পরীক্ষার পরই আসল রোগ শনাক্ত করা সম্ভব। তাই কোনওভাবেই অবহেলা করবে না। 
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement