Advertisement

Pakistan Meaning: পাকিস্তান শব্দের প্রকৃত অর্থ কী? না জানলে এখনই জানুন

Pakistan Meaning: এশিয়া মহাদেশের একটি অন্যতম দেশ হল পাকিস্তান। যদিও ভারতের সঙ্গে প্রতিবেশী এই দেশের সম্পর্ক একেবারেই ভাল নয়। এই দেশের উত্তর-পূর্বে তিব্বত, পূর্বে ভারত, পশ্চিমে আফগানিস্তান ও ইরান এবং দক্ষিণে আরব সাগর ঘিরে রয়েছে।

পাকিস্তান শব্দের অর্থ জানেন?পাকিস্তান শব্দের অর্থ জানেন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Aug 2025,
  • अपडेटेड 6:45 PM IST
  • এশিয়া মহাদেশের একটি অন্যতম দেশ হল পাকিস্তান।

এশিয়া মহাদেশের একটি অন্যতম দেশ হল পাকিস্তান। যদিও ভারতের সঙ্গে প্রতিবেশী এই দেশের সম্পর্ক একেবারেই ভাল নয়। এই দেশের উত্তর-পূর্বে তিব্বত, পূর্বে ভারত, পশ্চিমে আফগানিস্তান ও ইরান এবং দক্ষিণে আরব সাগর ঘিরে রয়েছে। এই দেশটি দক্ষিণ পশ্চিম এশিয়া, দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার সংযোগস্থলে অবস্থিত। অনেকেই মনে করেন যে পাকিস্তান শব্দের অর্থ পাক অর্থাৎ পবিত্র জায়গা। কিন্তু পাকিস্তান শব্দের অর্থ একেবারেই অন্য। 

আসলে পাকিস্তানের নাম রাখা হয় ভৌগোলিক বিষয়কে মাথায় রেখে। এতে পাক ফার্সি ও উর্দুতে বিশুদ্ধ বা পবিত্র এবং স্থান অর্থ স্থান বা দেশ। তবে এই আরও একটি অর্থও রয়েছে। পাকিস্তানের P-এর অর্থ পঞ্জাব, A-এর অর্থ উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ আফগানিস্তান, K-এর অর্থ কাশ্মীর, S-এর অর্থ সিন্ধু আর TAN-এর অর্থ বেলুচিস্তান। পাকিস্তান গঠিত হওয়ার পর এই নামটি পাকিস্তান জাতীয় আন্দোলনের প্রতিষ্ঠাতা রহমত আলী দিয়েছিলেন। 

১৯৩৩ সালে চৌধুরী রহমত আলী তাঁর নাও অর নেভার গ্রন্থে এই নামটির জন্য প্রস্তাব রাখেন। যদিও উর্দু ভাষায় পাকিস্তান নামটির অর্থ পবিত্রদের দেশ। তবে এই দেশের নামের অন্য অর্থ যে রয়েছে, তা অনেকেরই অজানা। আয়তনের বিচারে পাকিস্তান বিশ্বের ৩৬তম বৃহত্তম দেশ। পাকিস্তানী মুদ্রার নাম রুপী। এখানে ইসলাম ধর্মের মানুষই থাকেন। এই দেশের ভাষা হল উর্দু এবং ইংরাজি। 

পাকিস্তানে সঙ্গীত চর্চা কম বেশী চর্চার বিষয়। পাকিস্তানি গজল দারুণ সুন্দর। এই দেশের একাধিক গায়ক ভারতেও যথেষ্ট জনপ্রিয়। বর্তমানে পাকিস্তানের অবস্থা শোচনীয়। টানা ভারী বৃষ্টির জেরে প্রায় সব নদী প্লাবিত। সেই জলে ভেসে যাচ্ছে একের পর এক গ্রাম। ঘরছাড়া লক্ষ লক্ষ মানুষ। এমনই ছবি পাকিস্তানে। সবচেয়ে খারাপ অবস্থা পঞ্জাব প্রদেশের। শুধু তা-ই নয়, প্রভাব পড়েছে লাহোরেও। স্থানীয় প্রশাসনিক কর্তাদের মতে, দুর্যোগ মাথায় নিয়ে উদ্ধারকাজ চলেছে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement