Advertisement

Perfume Buying Tips: পারফিউম ভাল কিনা কেনার আগে এভাবে বুঝন, রইল টিপস

পারফিউম অনেক ক্ষেত্রেই আমরা ব্যবহার করি শুধুই সুগন্ধি হিসেবে। তবে পারফিউম বাছতে গিয়ে সমস্যায় পড়তে হয়। কারণ, সব পারফিউম বেশি সময় থাকে না। গন্ধ উবে যায় দ্রুত। আর সেই কারণেই, তা দেখে কিনতে হয়। আজ আমরা এই প্রতিবেদনে জানাব, কোন কোন টিপস মেনে পারফিউম কিনলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

পারফিউমপারফিউম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jul 2025,
  • अपडेटेड 3:33 PM IST

পারফিউম অনেক ক্ষেত্রেই আমরা ব্যবহার করি শুধুই সুগন্ধি হিসেবে। তবে পারফিউম বাছতে গিয়ে সমস্যায় পড়তে হয়। কারণ, সব পারফিউম বেশি সময় থাকে না। গন্ধ উবে যায় দ্রুত। আর সেই কারণেই, তা দেখে কিনতে হয়। আজ আমরা এই প্রতিবেদনে জানাব, কোন কোন টিপস মেনে পারফিউম কিনলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

কেউ ভালোবাসেন মিস্ট, কেউ কোলন। কিন্তু বাজারে নানারকম সুগন্ধী পাওয়া যায়। পারফিউম, কোলন, ওডি পারফিউম, ও ডি টয়লেট...এবার কিনতে গিয়ে সবাই একটু দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। কোনটা কিনবেন আর কোনটা কিনবেন না। এছাড়াও সব সুগন্ধির ব্যবহারও সবাই জানেন না। তবে পারফিউমের তফাত হয় সুগন্ধির নিরিখেই। কতটা এসেন্স বা সুগন্ধি রয়েছে সেই অনুযায়ী আলাদা নাম হয়। এবং অবশ্যই দামের তারতাম্য। এছাড়াও বানানোর পদ্ধতিও আলাদা।

কীভাবে বাছবেন পারফেক্ট পারফিউম?
পারফিউম যেকোনও দোকান থেকে কিনবেন না। বিশ্বাসযোগ্য দোকান থেকে কিনুন। অনলাইন হলে অবশ্যই দেখে নিন। সবচেয়ে ভালো নামী কোনও সাইট থেকে অর্ডার করতে পারলে। খুব বেশি ছাড় দেওয়া মানেই কিন্তু সেই পারফিউম ভালো নয়। কারণ ভালো ব্র্যান্ডেড পারফিউমের ৩৫ মিলি- র দাম অন্তত তিন হাজার টাকা হবেই।

কীভাবে পারফিউম রাখবেন?
পারফিউম রাখার বেশ কিছু নিয়ম রয়েছে। যেমন বাথরুমে তেল, শ্যাম্পুর বোতলের পাশে কখনই কোনও সুগন্ধি রাখবেন না। এতে গন্ধ চলে যায়। এছাড়াও যেখানে রোদ আসে সেখানে রাখবেন না। সবচেয়ে ভালো বাক্সবন্দি করে পারফিউম রাখুন। আর আলমারিতেই রাখার চেষ্টা করুন। কাঠের আলমারিতে রাখতে পারলে সবচেয়ে ভালো।

কীভাবে পারফিউম লাগাবেন?
পারফিউম কিন্তু সর্বত্র লাগাবেন না। শরীরের থেকে অন্তত পাঁচ ইঞ্চি দূরে সুগন্ধি স্প্রে করবেন। হাতের কবজি তে স্প্রে করতে পারেন। এছাড়াও কবজি আর কনুইয়ের সংযোগস্থলেও স্প্রে করুন। ঘাড়ে করতে পারেন। এমন কিছু জায়গায় স্প্রে করবেন যেখানে গন্ধ অনেকক্ষণ থাকে। তবে পোশাকের উপর কখনও সরাসরি পারফিউম স্প্রে করবেন না। এতে দাগ থেকে যায়। এছাড়াও পরবর্তীতে ডিটারজেন্টের সঙ্গে বিক্রিয়াতে দাগও বসে যায়। পারফিউম লাগিয়ে কিন্তু ঘষবেন না। তবে সবথেকে ভালো যদি স্নান করে পারফিউম লাগান। কোথাও যাওয়ার আগে স্নান করে পোশাক পরে পারফিউম লাগান। এতে ফ্রেশও লাগবে। গন্ধও বেশ কিছুক্ষণ স্থায়ী হবে। 

Advertisement
TAGS:
Read more!
Advertisement
Advertisement