Advertisement

Rabies From Scratch: সামান্য আঁচড়েই মৃত্যু! পোষা কুকুর থেকেও ছড়াতে পারে জলাতঙ্ক, জানালেন চিকিৎসকরা

জলাতঙ্ক মানেই অনেকের ধারণা কুকুরের কামড়ে সংক্রমণ। কিন্তু সাম্প্রতিক এক ঘটনাই সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে। মুম্বই পুলিশের ইন্সপেক্টর বনরাজ মাঞ্জারিয়া পারিবারিক বন্ধুর পোষা কুকুরের আঁচড়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 04 Oct 2025,
  • अपडेटेड 12:58 PM IST
  • জলাতঙ্ক মানেই অনেকের ধারণা কুকুরের কামড়ে সংক্রমণ।
  • কিন্তু সাম্প্রতিক এক ঘটনাই সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে।

জলাতঙ্ক মানেই অনেকের ধারণা কুকুরের কামড়ে সংক্রমণ। কিন্তু সাম্প্রতিক এক ঘটনাই সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে। মুম্বই পুলিশের ইন্সপেক্টর বনরাজ মাঞ্জারিয়া পারিবারিক বন্ধুর পোষা কুকুরের আঁচড়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। অবাক করার বিষয়, কুকুরটি তাঁকে কামড়ায়নি, শুধু পায়ে দুটি ছোট আঁচড়ের দাগ ছিল। এই মৃত্যুই নতুন করে প্রশ্ন তুলেছে, কুকুর বা বেড়ালের আঁচড় থেকেও কি জলাতঙ্ক ছড়াতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, হ্যাঁ, ছড়াতে পারে, যদিও ঘটনাটি বিরল।

আঁচড়ের মাধ্যমেও কীভাবে ছড়ায় ভাইরাস?
মুম্বই-ভিত্তিক পশু চিকিৎসক ডাঃ ব্রিজেশ রাজ জানান, 'যদি কোনও কুকুর বা বিড়াল তার থাবা চেটে নেয় এবং পরে সেই থাবা দিয়ে কাউকে আঁচড় দেয়, তাহলে ভাইরাস সংক্রমণ সম্ভব।' জলাতঙ্ক ভাইরাস সাধারণত প্রাণীর লালারসেই থাকে, তাই থাবায় থাকা লালা যদি মানুষের ত্বকের ক্ষতের সংস্পর্শে আসে, সংক্রমণ ঘটতে পারে।
তিনি আরও জানান, গুরুতর ক্ষেত্রে ভাইরাস চোখ, নাক বা মুখের সংস্পর্শেও ছড়াতে পারে।

পোষা কুকুরও হতে পারে বিপদ
মানুষের মধ্যে এখনও ধারণা, কেবল রাস্তায় থাকা কুকুরই জলাতঙ্কের বাহক। কিন্তু পশু চিকিৎসক ডাঃ পারুল পারপানি বলেন, 'পোষা কুকুরকে যদি সময়মতো টিকা না দেওয়া হয়, তবে সেও ভাইরাস ছড়াতে পারে। এমনকি যদি টিকাবিহীন কুকুরের সংস্পর্শে আসে, তাহলেও সংক্রমণের ঝুঁকি থাকে।'

কোন আঁচড় বিপজ্জনক?
ডাঃ অনুজ তিওয়ারির মতে, ত্বক ফেটে না গেলেও সামান্য আঁচড়কে হালকাভাবে নেওয়া উচিত নয়। তিনি বলেন, 'একটু স্পিরিট বা অ্যালকোহল লাগিয়ে দেখুন, যদি জ্বালাপোড়া হয়, বুঝতে হবে ত্বক ক্ষতিগ্রস্ত। এই ক্ষেত্রে জলাতঙ্ক টিকা ও ইমিউনোগ্লোবুলিন দুটোই নিতে হবে। আর যদি জ্বালাপোড়া না হয়, তাহলে শুধু টিকাই যথেষ্ট।'

পোষা প্রাণী টিকাপ্রাপ্ত হলেও সতর্কতা জরুরি
ডাক্তাররা পরামর্শ দিচ্ছেন, এমনকি পোষা কুকুর টিকাপ্রাপ্ত হলেও আঁচড় বা কামড়ের পরে ডাক্তারের পরামর্শ নেওয়া আবশ্যক। কারণ প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে ভাইরাস প্রাণঘাতী হতে পারে।
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement