বিশ্বব্যাপী ইসলাম ধর্মাবলম্বীরা এই রোজার মাসকে কোরবানি বা ত্যাগের মাস হিসাবে বিবেচনা করেন। ইসলামী ক্যালান্ডারের নবম মাস রমজান (Ramadan)। ১২ মাস থাকলেও এই ক্যালেন্ডারে ৩৫৪ দিন রয়েছে। তাই প্রতি বছর রমজান মাস গ্রেগরীয়ন ক্যালেন্ডারের তুলনায় ১১ দিন এগিয়ে আসে। চাঁদ দেখার উপরই রমজানের শুরু এবং শেষ নির্ভরশীল। চাঁদ দেখার ওপর নির্ভর করে, রমজান মাস কখনও ২৯ দিন তো কখনও ৩০ দিন হয়।
এই বছর ভারতে রমজান মাস শুরু হচ্ছে ২৪ মার্চ, শুক্রবার থেকে। এই রমজান মাস শেষ হতে পারে ২২ এপ্রিল। পবিত্র রমজান মাসে সকলে একে অপরকে 'রমজান মোবারক' বা 'রমজান করিম' বলে শুভেচ্ছা জানান এবং একে অপরের জন্য শুভ কামনা করেন। জানুন প্রিয়জনকে এই রমজান মাসে কী শুভেচ্ছা বার্তা পাঠাবেন আপনি।
পবিত্র রমজান ২০২৩-র শুভেচ্ছা
* আল্লাহ সমস্ত পাপ মুক্ত করুক সকলের। রমজান মোবারক আপনার ও আপনার পরিবারকে।
* আমি, আপনার এবং আপনার পরিবারের ভালোবাসা এবং সুখ কামনা করি এই রোজার মাসে। রমজান ২০২৩ মোবারক!
* সকলকে জানাই পবিত্র রমজানের শুভেচ্ছা।
* রমজান মাসে বেশি করে দোয়া করুন এবং আল্লাহর থেকে মাফ চেয়ে নিন সব দোষের। রমজানের শুভেচ্ছা।
* এই পবিত্র মাসে, সমস্ত কিছু জন্য আল্লাহকে ধন্যবাদ। রমজানের শুভেচ্ছা...
* নিজের মনকে ইমানের আলোয়- আলোকিত করে নেওয়ার সময় এসে গেছে, শুভ রমজান
* এই রমজান মাসে সমস্ত নেতিবাচক শক্তির বিনাশ হয়ে, ইতিবাচক শক্তি আসুক জীবনে। রমজান মোবারক!
* আগামী দিনগুলি ভাল কাটুক। রমজান মোবারক!
* নিজেকে পরিশুদ্ধ করে নেওয়ার সময় -রমজান মাস। শুভ হোক সব। রমজান মোবারক!
* সকলকে রমজানের অনেক শুভেচ্ছা। আল্লাহ আমাদের প্রতিটি রোজা রাখার তোফিক দান করুন।
* তোমার ও তোমার পরিবারের সকলকে পবিত্র মাহে রমজানের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
* আল্লাহ আপনার এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুক। রমজানের শুভেচ্ছা সকলকে।
ইদ -উল -ফিতর ২০২৩ -এর তারিখ (Eid ul Fitr 2023 Date)
গ্রেগোরিয়ান ক্যালেন্ডার অনুসারে ইদ-উল-ফিতর-র কোনও নির্দিষ্ট দিন নেই। দশম মাসের আগে আকাশে চাঁদ দেখা যাওয়ার পরেই ঈদ পালিত হয়। সুতরাং, রমজানের শেষ দিনে চাঁদ দেখার পরের দিন খুশীর ইদ পালন হয়। শাওয়ালের চাঁদটি সৌদি আরবে প্রথম দেখা যায়। আর সে অনুযায়ী অন্যান্য দেশে ইদ পালনের তারিখটি নিশ্চিত হয়। মনে করা হচ্ছে এই বছর, ইদ-উল-ফিতর পড়বে ২২ অথবা ২৩ এপ্রিল।