নারী-পুরুষের সম্পর্কের ভিত বিশ্বাস। একবার বিশ্বাস ভেঙে গেলে আর সম্পর্ক জোড়া লাগে না। তখন বিচ্ছেদই কাম্য হয়ে ওঠে। পারস্পরিক সম্মান আর মনের মিলও একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখে। মন না মিললে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া যায় না। তখন ব্রেকআপ অনিবার্য। কোনও সম্পর্ক শেষ করা সহজ নয়। কারণ সেই মানুষটিকে সঙ্গে সঙ্গে ভুলে যাওয়া সম্ভব হয়ে ওঠে না নারী বা পুরুষের। হৃদয় ফোনের মতো নয় যে পাওয়ার অন-অফ করে দিলাম! ব্রেকআপের কষ্ট কাটিয়ে উঠতে সময় লাগে। পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে আসতে সময় নেন মেয়েরা। ব্রেকআপের পর তাঁরা এমন অনেক কিছু করেন যাতে একসময়ের প্রিয় মানুষকে ভুলতে পারেন।
ব্রেকআপের পর মেয়েরা যে ৪টি কাজ করেন-
১। সামাজিক যোগাযোগ মাধ্যমে সদ্য প্রাক্তনকে ব্লক- ব্রেকআপের পরে বেশিরভাগ মেয়ে প্রথম যে কাজটি করে তা হল প্রাক্তন প্রেমিককে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টেলিগ্রাম অ্যাপে ব্লক করে দেন। যাতে যোগাযোগের মাধ্যম আর না থাকে। ফোন নম্বর মুছে ফেলাও এই প্রক্রিয়ার একটি অংশ। মোবাইলে প্রাক্তনের নম্বর ব্লক করে দেন মেয়েরা।
২। গোপনে প্রাক্তনের খোঁজ- সব জায়গা থেকে প্রাক্তনকে ব্লক করে দিলেও নজরদারি চালান মেয়েরা। দরকারে বন্ধুর প্রোফাইল থেকে প্রাক্তনের প্রোফাইল খোঁজেন। বোঝার চেষ্টা করেন, তাঁর সঙ্গে কারও সম্পর্ক আছে কিনা। এমনকি ব্রেকআপের অনেক মাস পরও নজরদারি চালিয়ে যান মেয়েরা। কৌতূহল একটাই, নতুন কারও সঙ্গে প্রাক্তন জড়ালেন না তো। আর নতুন গার্লফ্রেন্ড খুঁজে পেলে তো কথাই নেই! তাঁর ঠিকুজিকোষ্ঠী বের নিতে চান মেয়েরা। অন্য কোনও মেয়ের কারণে ব্রেক হলে এমনটা বেশি করে করেন। নিজের সঙ্গে তাঁর তুলনা টানেন। বন্ধুদের কাছেও প্রাক্তনের প্রেমিকার দুর্নাম করেন।
৩। বন্ধুদের সঙ্গে দেখা- ব্রেকআপ মানেই একটি রোমান্টিক সম্পর্কের ইতি। অবসাদ ঘিরে ধরে। তা থেকে বেরিয়ে আসতে বন্ধুদের আঁকড়ে ধরেন মেয়েরা। কাছের বন্ধুরা তাঁকে প্রাক্তনকে ভুলতে সাহায্য করেন। প্রেম করার সময় প্রায়ই বন্ধুদের সঙ্গে দূরত্ব তৈরি হয়। সেই সম্পর্ক ভাঙার পর আবার বন্ধুরা আসতে থাকে জীবনে। ভাঙা হৃদয়ের নিরাময়ে বন্ধুদের সান্নিধ্যের চান মেয়েরা।.
৪। খুশি থাকার চেষ্টা- ব্রেকআপের ধাক্কা কাটিয়ে ওঠা কারও পক্ষে সহজ নয়। বেশিরভাগ মেয়েরা নিজেকে সামলানোর চেষ্টা করেন। এমন পরিস্থিতি মুখে হাসি নিয়ে মোকাবিলা করা যায়। তাই মেয়েরা খুশি থাকার চেষ্টা করেন। যে কোনও ছোট বিষয়ে আনন্দ করেন। প্রাক্তন ও তাঁর প্রেমিকার বদনাম করে আনন্দ পান। নিজেরা বলেন, তাঁকে ছাড়া সে খুশি হতে পারবে না। বা প্রাক্তনকে ছাড়াই সে আনন্দে থাকবে।
আরও পড়ুন- চোখে এই তিন লক্ষণ বলে দেয় বাড়ছে কোলেস্টেরল, নিয়ন্ত্রণ কীভাবে?