Advertisement

Relationship Tips: ভালবাসা না ক্ষণিকের মোহ? প্রোপোজের আগে বুঝে নিন এই উপায়ে

পূর্বরাগই ভালবাসার প্রথম ধাপ। ধীরে ধীরে বন্ধুত্ব আর তার পর সেই মানুষকে মনের সব কথা বলে দেওয়া। অনেক সময় দুই বন্ধুও পরস্পরকে ভালবেসে ফেলেন। অথচ তাঁরা বুঝতেও পারেন না!     

কী ভাবে বুঝবেন এটা ভালবাসা?কী ভাবে বুঝবেন এটা ভালবাসা?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Jul 2022,
  • अपडेटेड 4:21 PM IST
  • পূর্বরাগই ভালবাসার প্রথম ধাপ।
  • ধীরে ধীরে বন্ধুত্ব আর তার পর সেই মানুষকে মনের সব কথা বলে দেওয়া।

Love and Attraction: কারও সামনে দাঁড়াতেই লজ্জায় রাঙা হয়ে ওঠে মুখ? দূর থেকে কাউকে দেখলেই মনের ভিতর তিড়িং-বিড়িং করে অজস্র প্রজাপতি? এসব হলেই জানবেন, সর্দি-কাশি, ম্যালেরিয়া নয় 'লভেরিয়া'য় আক্রান্ত হয়েছেন। পূর্বরাগই ভালবাসার প্রথম ধাপ। ধীরে ধীরে বন্ধুত্ব আর তার পর সেই মানুষকে মনের সব কথা বলে দেওয়া। অনেক সময় দুই বন্ধুও পরস্পরকে ভালবেসে ফেলেন। অথচ তাঁরা বুঝতেও পারেন না!     

প্রায়শই মানুষ বুঝতেই পারে না সে ঠিক কী চায়! সে কাকে চায়! কার জন্য স্পন্দিত হচ্ছে হৃদয়! ভালবাসা জানান দিয়ে দেয়। কিন্তু তার মর্মার্থ করা কঠিন হয়ে পড়ে। তাই মনের কথা জানাটা জরুরি। আসলে 'ভালবাসা কারে কয়?' এনিয়ে প্রায়শই সংশয়ে থাকে বর্তমান প্রজন্ম। ভালবাসা না মোহ না রূপের আকর্ষণ- এই সাত-পাঁচ ভেবেই দিন কেটে যায়। আসলে প্রেমের পড়ার অনুভূতিই আলাদা। এ যেন ঐশ্বরিক। 

মনের কথা বুঝবেন কী ভাবে? 

আরও পড়ুন

প্রেমে পড়লে সারাক্ষণ মনের মানুষের চিন্তায় মন ব্যাকুল হয়ে ওঠে। তাঁর কথা ভেসে ওঠে চোখের সামনে। নিজের সঙ্গেও কথা বলতে শুরু করে দেন। এই সব অনুভব করে থাকলে আপনি প্রেমে পড়েছেন। 

নিজের থেকে বেশি অন্যের চিন্তা

মনের মানুষই একটা সময় অগ্রাধিকার হয়ে ওঠেন। নিজের চেয়েও তাঁকে বেশি গুরুত্ব দেন মানুষ। তাঁর খাওয়া-দাওয়া নিয়ে চিন্তা করতে শুরু করেন। কারও কাছে তাঁর নিন্দা শুনতে মন চায় না। তাঁর সমস্ত ভাল গুণ ভাসে চোখের সামনে। এমনটা হলে ভেবে নেবেন, আপনি প্রেমে পড়েছেন।

গানের প্রতি ঝোঁক

যখন কারও চিন্তায় ডুবে থাকেন তখন  যেন গান বেশি করে টানে। সেই মনের মানুষের পছন্দের গান শুনতে ভাল লাগে। বা প্রেমে পড়ার মুহূর্ত কোনও একটি গান যা আপনার বর্তমান অবস্থার সঙ্গে সাযুজ্যপূর্ণ তেমন। প্রেমে পড়লে মানুষ রোম্যান্টিক গানই বেশি শোনে। ইউটিউবের সার্চ ভরে ওঠে একের পর এক রোম্যান্টিক গানে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement