SBSTC Set To Run Kolkata Siliguri Bus: প্রায় এক যুগ আগে কলকাতা এবং আসানসোল থেকে দুর্গাপুর হয়ে শিলিগুড়ি পর্যন্ত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (SBSTC) পরিচালিত বাস পরিষেবা চালু ছিল। ২০১১ সাল থেকে সেই পরিষেবা বন্ধ হয়ে যায়। বছরখানেক আগে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম আসানসোল এবং দুর্গাপুর থেকে যথাক্রমে দিঘা এবং পুরী বাস পরিষেবা শুরু করেছে। তার পরেই যাত্রীদের বিপুল চাহিদার কথা মাথায় রেখে ফের শিলিগুড়িগামী নৈশ বাস পরিষেবার ভাবনা শুরু হয়।
কবে থেকে চালু হবে?
সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১ ডিসেম্বর থেকে কলকাতা এবং আসানসোল থেকে রাত্রিকালীন শিলিগুড়িরগামী বাস পরিষেবা চালু হয়ে যাবে। শুরুতে কলকাতা থেকে কৃষ্ণনগর, বহরমপুর, মালদা হয়ে শিলিগুড়ি বাস পরিষেবা চালু হবে। দুটি বাস আপ ও ডাউন পরিষেবা দেবে। পরবর্তীতে আসানসোল থেকে দুর্গাপুর হয়ে একটি বাস পরিষেবা শুরু হবে এবং বাঁকুড়া থেকেও আরও একটি বাস পরিষেবা পাওয়া যাবে শিলিগুড়ির জন্য।
কী ধরণের বাস দেওয়া হবে?
এই সকল বাসগুলিতে পুশব্যাক আসনের ব্যবস্থা থাকবে যাত্রীদের জন্য। বাসগুলি হবে ডিলাক্স ক্যাটাগরির। দু’পাশে দু’টি করে পুশ-ব্যাক আসনের সুবিধাযুক্ত এই বাসগুলি ডিলাক্স শ্রেণির বলে জানিয়েছেন নিগমের চেয়ারম্যান।
ভাড়া কত টাকা?
তবে ভাড়া খুব বেশি হবে না বলেও জানা যাচ্ছে। ১১ ঘণ্টার এই পথ সফরের জন্য যাত্রীদের ৫০০ টাকা মত খরচ করতে হবে। চালু হলেইউ চাহিদা তুঙ্গে থাকবে বলেই মনে করা হচ্ছে।
নিগমের চেয়ারম্যান জানান, তাঁদের কাছে এখন ৯০টি সিএনজি-চালিত বাস রয়েছে। আরও ৯০টি নতুন বাস তাঁরা পেতে চলেছেন। এ ছাড়াও আসতে চলেছে কিছু ডিজ়েলচালিত বাস। আগামী তিন মাসের মধ্যে দৈনিক ৮০০টি বাস দূরপাল্লার বিভিন্ন রুটে চালানোর বিষয়ে তাঁরা আশাবাদী।
পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিভিন্ন নিগম মিলিয়ে আরও ২৭০টির কাছাকাছি বাস কেনা হচ্ছে। শিলিগুড়ি পর্যন্ত পরিষেবা দিতে চলা বাসগুলি যাতে পরিচ্ছন্ন রাখা হয়, সে দিকেও বিশেষ ভাবে জোর দিয়েছেন তিনি। প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে শিলিগুড়িতে বিপুল সংখ্যক মানুষ যাতায়াত করেন। আর উত্তরবঙ্গ, পাহাড়, সিকিমে সড়কপথে যেতে হলে শিলিগুড়িতেই যেতে হবেই। ফলে চাহিদা রয়েছে।