Advertisement

ব্লাড ক্যান্সারের পর সেক্স লাইফ কেমন? অভিজ্ঞতা জানালেন মহিলা

কেট উইলডে জানাচ্ছেন, কেমেথেরাপির সময় সেক্সের প্রতি ইচ্ছাই চলে যায়। কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্টের পর কিছু অনুভূতি ফিরে আসে। তাই তিনি ফের সেক্স লাইফ শুরু করতে চাইছিলেন। তবে কেট জানতেন না যে, কেমোথেরাপি এবং রেডিওথেরাপির কারণে তাঁর শরীর কমিক্যাল মেনোপজে চলে গিয়েছে। ভ্যাজাইনাল এট্রোফি মেনোপজের সম্ভাব্য লক্ষণগুলির মধ্যে একটি যেখানে যোনি শুষ্ক এবং দুর্বল হয়ে যায়। যার ফলে যৌন কাজকর্ম করা মুশকিলের হয়ে ওঠে। তবে এই বিষয়ে কেউই তাঁকে কিছু বলেনি। 

কেট উইলডে
Aajtak Bangla
  • দিল্লি,
  • 19 Dec 2021,
  • अपडेटेड 11:59 AM IST
  • ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন কেট উইলডে
  • তারপর যৌন জীবনে লজ্জার মুখোমুখি হতে হয় তাঁকে
  • নিজের অভিজ্ঞতা জানালেন তিনি

ক্যান্সার তছনছ করতে পারে আপনার সেক্স লাইফ। ম্যানচেস্টারের কেট উইলডে ১৭ বছর বয়সে নিজের দেহে এই রোগের কথা জানতে পারেন। প্রথম দিকে নিজের সেক্স লাইফ নিয়ে তিনি ভাবতেন না। কিন্তু চিকিৎসার পর যখন তিনি নিজের সেক্স লাইফ শুরু করতে চাইলেন তখন তাঁকে যন্ত্রণা, অস্বস্তি ও লজ্জার সম্মুখীন হতে হয়। কে তাঁকে সাহায্য করবেন তাও বুঝতে পারছিলেন না কেট। 

এক ধরনের ব্লাড ক্যানসারে আক্রান্ত ছিলেন কেট। চিকিৎসাবিদ্যার ভাষায় যাকেক বলা হয় অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া। ক্যানসারের আগে কেটের যৌন জীবন খুবই সুন্দর ছিল। কিন্তু কেমোথেরাপির সময় চিকিৎসকরা তাঁকে জানান যে সেক্স তাঁর জন্য প্রাণঘাতী হতে পারে। চিকিৎসার কারণে কেটের প্লেটলেট কমে গিয়েছিল। প্লেটলেট কমে যাওয়ায় ছোটখাটো কাটাকুটিতেও রক্ত বন্ধ হতে চাইবে না। আর এমনটা সেক্সের সময়েও হয়। চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়ায় তাঁর চুল ঝড়ে যাচ্ছিল, ওজন ওঠানামাও করছিল। সবমিলিয়ে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলেন কেট। 

কেট জানাচ্ছেন, কেমেথেরাপির সময় সেক্সের প্রতি ইচ্ছাই চলে যায়। কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্টের পর কিছু অনুভূতি ফিরে আসে। তাই তিনি ফের সেক্স লাইফ শুরু করতে চাইছিলেন। তবে কেট জানতেন না যে, কেমোথেরাপি এবং রেডিওথেরাপির কারণে তাঁর শরীর কমিক্যাল মেনোপজে চলে গিয়েছে। ভ্যাজাইনাল এট্রোফি মেনোপজের সম্ভাব্য লক্ষণগুলির মধ্যে একটি যেখানে যোনি শুষ্ক এবং দুর্বল হয়ে যায়। যার ফলে যৌন কাজকর্ম করা মুশকিলের হয়ে ওঠে। তবে এই বিষয়ে কেউই তাঁকে কিছু বলেনি। 

এই বিষয়ে কেট আরও জানাচ্ছেন, তাঁর কাছে সেক্সুয়াল অ্যাকটিভিটি আগের মতো ছিল না। তিনি ফের কারও সঙ্গে ডেট করার বিষয়ে ভারতে শুরু করেছিলেন। কিন্তু বাজে অভিজ্ঞতার কারণে তাঁর আত্মবিশ্বাসই হারিয়ে গিয়েছিল। কেট কাউকে বোঝাতেই পারছিলেন না যে তিনি সম্পর্কে যেতে চান, কিন্তু সেক্স করতে পারেবন না। যার জেরে তাঁরে খুবই লজ্জায় পড়তে হচ্ছিল। লজ্জায় বিষয়টি কাউকে বলতেও পারছিলেন না কেট। 

Advertisement

এরপর কেট জানতে পারেন ট্রান্সপ্লান্ট সেন্টারের একজন নার্স মহিলাদের স্বাস্থ্যের জন্য একটি ক্লিনিক স্থাপন করেছেন। সেখান থেকে তিনি সাহায্য পান। কেট জানাচ্ছেন, সেখানে গিয়ে তাঁর ফের আত্মবিশ্বাস ফিরে আসে। প্রসঙ্গত, ম্যাকমিলন ক্যান্সার রিপোর্ট অনুযায়ী, এই রোগে আক্রান্ত ৪৬ শতাংশ যুবক-যুবতী জানচ্ছেন এতে তাঁদের সেক্স লাইফ প্রভাবিত হয়েছে। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement