বাড়ির আশপাশে গাছ- গাছালি বেশি থাকলে ঘরে সাপ ঢুকে যাওয়া আশঙ্কা থাকে। বিশেষত বর্ষাকালে সাপের উপদ্রব অনেক বেড়ে যায়। বাড়ির আনাচে- কানাচে, ঘাটের তলায়, জুতো বা গাড়ির মধ্যে কখন ঘাপটি মেরে সাপ বসে থাকে, তা বোঝা মুশকিল।
শিব ও মনসার বাহন বলে, অনেকেই সাপ মারতে চান না। সাপ তাড়ানোর মোক্ষম অস্ত্র মনে করা হয় কার্বলিক অ্যাসিডকে। তবে কীটনাশক, কার্বলিক অ্যাসিড ব্যবহার করেও সাপের হাত থেকে নিস্তার মেলে না অনেক ক্ষেত্রে। তাহলে উপায়? জানুন না মেরে কীভাবে বাড়ি থেকে তাড়াবেন সাপ।
সাপ তাড়ানোর টোটকা
* কার্বলিক অ্যাসিড হাতের কাছে না থাকলে সে স্থানে ছড়িয়ে দিন সালফারের গুঁড়ো। এতেই চলে যাবে সাপ।
* বাড়ির আশপাশে যদি কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিলে সাপের আনাগোনা কমতে পারে।
* কার্বলিক অ্যাসিড না পেলে ন্যাপথলিন গুঁড়ো করে দিতে পারেন। এতে সমস্যার সমাধান হবে।
* অন্ধকারে পায়ের আওয়াজ বা হাততালি দিলে সাপ আনাগোনা কমতে থাকে।
* রসুন বেটে বা থেঁতো করে এর সঙ্গে যে কোনও তেল (বিশেষত সর্ষের) মিশিয়ে একদিন রেখে দিন। এই মিশ্রণ ঘরের চারপাশে স্প্রে করলে সাপ প্রবেশ করে না।
* বাড়ির চারপাশে ব্লিচিং পাউডার ছড়িয়ে রাখুন। এতে সাপসহ অন্যান্য পোকামাকড়ের উপদ্রব থেকে মুক্তি পাবেন।
* বাড়ির আশপাশে অনেকদিন জল জমে থাকলে, সেখানে একটু ভিনিগার ছড়িয়ে দিতে পারেন।
এই সব ঘরোয়া টোটকার বাইরেও মনে রাখতে হবে, অপরিষ্কার ও জঙ্গলে সাপের আনাগোনা বেশি। বাড়ির আশাপাশে কোনও গর্ত থাকলে তা বন্ধ করে দিন। সাপ এরকম স্থান পেলে, সেখানে আশ্রয় নেয়। সে সঙ্গে বাড়ির আশেপাশের ঝোপ- জঙ্গল কেটে ফেলুন।