Advertisement

Stroke Symptoms: স্ট্রোক হতে পারে, এই রকম চোখ দেখেই বোঝা যায়, শুধু নিয়ম মেনে করুন এই কাজ

ব্রেন স্ট্রোকের পূর্বাভাস পাওয়া যায় চোখ দেখেই। শীত আর তীব্র গরমে স্টোকের ঝুঁকি বেড়ে যায়। স্ট্রোকে প্যারালিসিস থেকে প্রাণ হারানোর আশঙ্কা থাকে। তাই এর লক্ষণগুলি আগে থেকে জেনে সাবধান হোন। বলা হয়,  বছরে একবার বা দু'বার চোখ পরীক্ষা করানো উচিত। যারা চশমা পরেন তাদের প্রতি ৬ মাস অন্তর নিয়মিত চোখের পরীক্ষা করা উচিত।

চোখ দেখেই বোঝা যাবে স্ট্রোকের লক্ষণচোখ দেখেই বোঝা যাবে স্ট্রোকের লক্ষণ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jan 2025,
  • अपडेटेड 9:29 AM IST

ব্রেন স্ট্রোকের পূর্বাভাস পাওয়া যায় চোখ দেখেই। শীত আর তীব্র গরমে স্টোকের ঝুঁকি বেড়ে যায়। স্ট্রোকে প্যারালিসিস থেকে প্রাণ হারানোর আশঙ্কা থাকে। তাই এর লক্ষণগুলি আগে থেকে জেনে সাবধান হোন। বলা হয়,  বছরে একবার বা দু'বার চোখ পরীক্ষা করানো উচিত। যারা চশমা পরেন তাদের প্রতি ৬ মাস অন্তর নিয়মিত চোখের পরীক্ষা করা উচিত। এটি শুধু চোখের স্বাস্থ্য পর্যবেক্ষণ নয়, ব্রেন স্ট্রোকের মতো কোনও পূর্বাভাস সম্পর্কেও তথ্য দেবে।

সাম্প্রতিক এক গবেষণায় দেখা, নিয়মিত চোখের চেকআপ করালে স্ট্রোকের ঝুঁকি কমানো যেতে পারে। অস্ট্রেলিয়ার মেলবোর্নের সেন্টার ফর আই রিসার্চ (CERA) এই গবেষণাটি করেছে। তাদের দাবি চোখ এবং স্ট্রোকের মধ্যে মিল রয়েছে। বিজ্ঞানীদের দাবি, চোখের পিছনের রক্তনালীতে বেশ কিছু ছাপ বোঝা যায়। যা থেকে স্ট্রোকের ঝুঁকি সঠিকভাবে অনুমান করা সম্ভব। 

গবেষণায় জানা গেছে, চোখের রক্তনালীতে ১১৮টি স্বাস্থ্য সূচক রয়েছে, যা থেকে স্ট্রোকের ঝুঁকির পূর্বাভাস মিলতে পারে। তাই নিয়মিত চোখ পরীক্ষা করালে স্ট্রোক আসার অনেক আগেই সতর্ক থাকতে পারবেন। 

হঠাৎ তীব্র মাথা ঘোরা, কথা বলতে এবং দেখতে সমস্যা, বমি বমি ভাব, মুখে অসাড়তা অনুভব করা, শরীরের ভারসাম্য বজায় রাখতে অসুবিধা, হাঁটতে অসুবিধা অনুভব করলে তা স্ট্রোকের লক্ষণ। সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে যান।

Read more!
Advertisement
Advertisement