Advertisement

Subho Bijaya Dashami 2025 Wishes: 'আসছে বছর আবার হবে'! প্রিয়জনকে শুভেচ্ছা জানিয়ে বিজয়া দশমীতে পাঠান এই মেসেজ

Subho Bijaya 2025: ঢাকের তাল, সিঁদুর খেলা, দেবীর বরণের পর জলাশয়ে প্রতিমা নিরঞ্জনের পর কোলাকুলি, শুভেচ্ছা বিনিময়, মিষ্টি মুখ আর একরাশ নতুন আশা নিয়ে শুরু হয় বাঙালির বিজয়া পর্ব।

শুভ বিজয়ার মেসেজ শুভ বিজয়ার মেসেজ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Oct 2025,
  • अपडेटेड 4:49 PM IST

দুর্গাপুজোর উৎসব আবহে গা ভাসিয়েছে বাঙালি। আশ্বিন মাসে প্রায় দশ দিন ধরে দুর্গাপুজো পালিত হয়। যদিও প্রকৃত অর্থে, উৎসব শুরু হয় ষষ্ঠীর দিন থেকে। দুর্গাপুজোর পাঁচ দিন মহাষষ্ঠী, মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী এবং বিজয়া দশমী হিসেবে পরিচিত। দশমী মানেই উমার কৈলাসে ফেরার পালা। চারিদিকে বিষাদের সুর। ভারাক্রান্ত মন নিয়েই সকলে ঘরের মেয়েকে বিদায় জানায়। উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গা পুজো। 

ঢাকের তাল, সিঁদুর খেলা, দেবীর বরণের পর জলাশয়ে প্রতিমা নিরঞ্জনের পর কোলাকুলি, শুভেচ্ছা বিনিময়, মিষ্টি মুখ আর একরাশ নতুন আশা নিয়ে শুরু হয় বাঙালির বিজয়া পর্ব। জেনে নিন এই বিজয়াতে সকলকে হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে কী ভার্চুয়াল বার্তা (Subho Bijaya Wishes) দিতে পারেন আপনি। 

   
 বিজয়ার শুভেচ্ছা বার্তা (Subho Bijoya Message) 

* মাগো এ বার বিদায় তবে, আসছে বছর আবার হবে। 

* মায়ের হল সময় যাবার, আসছে বছর আসবে আবার। শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা। 

* ঢাকে পড়ল কাঠি, পুজো কাটল জমজমাটি। শুভ বিজয়া।

* মনে বিষাদের সুর নিয়ে জানাই মা-কে বিদায়, এসো মা বছর বছর এরকমই আনন্দ ও সুখের ডালি নিয়ে। শুভ বিজয়া! 

* সকলকে মিষ্টি মুখে জানাই শুভ বিজয়ার শুভেচ্ছা ও ভালোবাসা। 

 

* বিজয়া দশমীর মন ভার করা ক্ষণ উপস্থিত। আজ মাকে বিদায় জানাতে হবে চোখের জলে। বছর ঘুরলে আবার এসো মা।

* সকল স্বপ্ন পূরণ করে মা চলে জান কোন সুদূরে, মায়ের আসা, মায়ের যাওয়া, দুঃখ করে লাভ কী তবে? আসছে বছর আবার হবে। শুভ বিজয়া!

* শুভ বিজয়ার প্রণাম নিও। ছোটদের আমার ভালোবাসা ।

Advertisement

* ঢাকের উপর ছিল কাঠি, পুজো হল জমজমাটি। আজ মায়ের ফেরার পালা, জানাই শুভেচ্ছা এই বেলা। শুভ বিজয়া সকলকে। 

* ‘আসছে বছর আবার হবে’ এই আশা নিয়ে শুরু হয় এক বছরের অপেক্ষা। শুভ বিজয়া।

 

* সকলকে বিজয়ার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। আগামী দিনগুলি ভাল কাটুক।

* শুব বিজয়া! অশুভ শক্তির বিনাশ হোক... 

* ঢাকের কাঠি বিদায় সুরে উদাস করে মন, চললেন মা মহামায়া, আজকে বিসর্জন। শুভ বিজয়া সকলকে। 

* অগ্রজদের জানি প্রণাম, অনুজদের জানাই ভালোবাসা, সমবয়সীদের শুভেচ্ছা। শুভ বিজয়া ২০২৫। 

* সুখ-দুঃখ যাক মিশে, শুভ বিজয়া সবার শেষে।

* দশমীর এই বেলা, শুরু হল সিঁদুর খেলা। মায়ের ঘরে ফেরার পালা, চোখের চলে বিদায় বলা। শুভ বিজয়া আপনার ও আপনার পরিবারকে। 

 

* শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মা দুর্গা সকলের মঙ্গল করুন।

* সব পাপ মুছে যাক। সব অশুভ শক্তির বিনাশ হোক। শুভ বিজয়া সকলকে। 

* বিজয়া দশমীর এই শুভ মুহূর্তে সকলকে জানাই শুভেচ্ছা। কামনা করি মা দুর্গার আশীর্বাদ সকলের উপর থাকুক।

* শুভ বিজয়া জানাই সকলকে। আপনার পরিবারে আসুক সুখ -শান্তি -সমৃদ্ধি, এই কামনা করি। 

* আশা করি মা দুর্গা আপনাকে আশীর্বাদ করবেন যাতে সারা বছর সুখ এবং শান্তিতে কাটে।

* এবার মা যে বিদায় নেবে, আসছে বছর আবার হবে। সবাইকে মা রেখ সুখে, বিজয়া হোক মিষ্টিমুখে। শুভ বিজয়া! 

 

* আশা করি মায়ের আশীর্বাদ আপনাকে সঠিক পথে চলতে এবং সব স্বপ্ন সফল হতে সহায়তা করবে।

*  মায়ের কৈলাসে ফিরে যাওয়ার দিনে আপনাকে এবং আপনার পরিবারের জন্য রইল শুভ বিজয়া দশমীর অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রার্থনা করব আগামী দিনগুলি ভাল কাটুক।

* কাম, ক্রোধ ,লোভ, মোহ ও অহংকার -এই পাঁচ চিরশত্রুর উপর জয়লাভ কর আজ। নিজের জীবনকে দাও নতুন রূপ। শুভ বিজয়া! 

* উৎসবের এই শেষের বেলায়, মায়ের এবার যাওয়ার পালা। চোখের জলে বিদায় মাকে, আসছে বছর আবার হবে। শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা।

 

* সুখের স্মৃতি রেখো মনে, মিশে থেক আপনজনে। মান -অভিমান সব ভুলে। আশার প্রদীপ রেখো জ্বেলে। শুভ বিজয়া ২০২৫! 

* আজ অশুভ শক্তির জয় পালন করার দিন। চলুন সবাই মিলে শুভ শক্তির মধ্যে দিয়ে আরও একবার নতুন জীবনের সূচনা করি। শুভ বিজয়া প্রীতি ও শুভেচ্ছা।

* জীবনের সমস্ত নেতিবাচক শক্তি এই বিজয়া দশমীতে বিলীন হোক। শুভ বিজয়া ২০২৫!  

 

Read more!
Advertisement
Advertisement