Advertisement

Cashew Benefits: মন খারাপ নাকি? মেজাজ ফুরফুরে করবে কাজুবাদাম, কতটা খাবেন?

Cashew Benefits: কাজুবাদাম ছাড়া অনেক খাবারই অসম্পূর্ণ লাগে। পোলাও হোক বা পায়েস, কাজুবাদাম তাতে পড়তেই স্বাদ বাড়ে দ্বিগুণ। তবে কাজুবাদাম খেলে ওজন বাড়ে, অনেকের তেমনটাই ধারণা।

কাজুবাদামের উপকারিতা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Sep 2024,
  • अपडेटेड 7:17 PM IST
  • কাজুবাদাম ছাড়া অনেক খাবারই অসম্পূর্ণ লাগে।

কাজুবাদাম ছাড়া অনেক খাবারই অসম্পূর্ণ লাগে। পোলাও হোক বা পায়েস, কাজুবাদাম তাতে পড়তেই স্বাদ বাড়ে দ্বিগুণ। তবে কাজুবাদাম খেলে ওজন বাড়ে, অনেকের তেমনটাই ধারণা। তবে পুষ্টিবিদেরা জানাচ্ছেন, কাজুবাদামে গ্লুকোজ বা শর্করার পরিমাণ বেশি নয়। বরং কাজুবাদাম থেকে শক্তি পাওয়া যায়। 

তার মানে এই নয় যে মুঠো মুঠো কাজুবাদাম খেতে হবে। পরিমিত পরিমাণে খেতে পারেন। তবে কাজুবাদাম কিন্তু আরো অনেক উপকার করে। কাজু খেলে কী কী উপকার হতে পারে?

কাজুবাদামের উপকারিতা
-কাজুবাদামে রয়েছে কপার, আয়রন, ম্যাগলেশিয়াম, জিঙ্ক এবং পটাশিয়ামের মতো অত্যন্ত জরুরি কিছু খনিজ। যে খনিজগুলি শারীরবৃত্তীয় নানা কাজের সঙ্গে যুক্ত।

-মন ভালো রাখতে সাহায্য করে সেরেটোনিন হরমোন। কাজুতে রয়েছে ‘ট্রিপটোফ্যান’ নামক এক প্রকার অ্যামিনো অ্যাসিড, যা এই ‘সেরেটোনিন’ হরমোনের ক্ষরণ বাড়িয়ে তোলে।

-কাজুবদামে প্রোটিনের পরিমাণ অনেকটাই বেশি। এই প্রোটিন শক্তির জোগান দিতে সাহায্য করে। এছাড়াও কাজুতে রয়েছে ভিটামিন সি, বি১ এবং বি৬। তাই পরিমিত পরিমাণে কাজু খাওয়া যেতেই পারে।

-কাজুবাদামে রয়েছে ‘প্রোঅ্যান্থোসায়ানিডিন’ নামক এক ধরনের ফ্ল্যাভোনল। যা আসলে ক্যানসারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সাহায্য করে। চিকিৎসকেরা বলেন, সাধারণ মানুষের প্রতিদিন গড়ে ১৫০ মিলিগ্রাম ফ্ল্যাভোনল শরীরে যাওয়া প্রয়োজন। প্রতিদিন ৫ থেকে ৬টি কাজুবাদাম খেলে ওই পরিমাণ ফ্ল্যাভোনল পাওয়া যায় সহজেই।

রোজ কতটা খাওয়া উচিত
চিকিৎসকেরা বলেন, সাধারণ মানুষের প্রতি দিন গড়ে ১৫০ মিলিগ্রাম ফ্ল্যাভোনল শরীরে যাওয়া প্রয়োজন। প্রতি দিন ৫ থেকে ৬টি কাজুবাদাম খেলে ওই পরিমাণ ফ্ল্যাভোনল পাওয়া যায় সহজেই।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement