Advertisement

Tea Side Effects : কাদের চা খাওয়া একেবারেই উচিত নয়, জেনে নিন

শীত বাড়ছে। সুতরাং চা খাওয়ার পরিমাণও বাড়বে। অনেকেরই দিন শুরু হয় চা দিয়ে। কিছু মানুষ আছেন যাঁরা আবার দিনভর বেশ কয়েক কাপ চা পান না করলে থাকতেই পারন না। তবে চা পান করা সবার জন্য ভালো নয়। বরং এতে ক্ষতিই হতে পারে।

চা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Nov 2022,
  • अपडेटेड 6:01 PM IST
  • অনেকেরই দিন শুরু হয় চা দিয়ে
  • তবে চা খাওয়া সবার উচিত নয়

শীত বাড়ছে। সুতরাং চা খাওয়ার পরিমাণও বাড়বে। অনেকেরই দিন শুরু হয় চা দিয়ে। কিছু মানুষ আছেন যাঁরা আবার দিনভর বেশ কয়েক কাপ চা পান না করলে থাকতেই পারন না। বর্তমান সময়ে, চা পান করা একটি প্রয়োজনীয়তা এবং একটি অভ্যাসে পরিণত হয়েছে। চায়ের অনেক গুণাগুণ রয়েছে। এ ব্যাপারে কোনও সন্দেহ নেই। তবে চা পান করা সবার জন্য ভালো নয়। বরং এতে ক্ষতিই হতে পারে। 

কাদের জন্য চা মারাত্মক ? 

১) আপনি যদি ডায়াবেটিসের রোগী হন বা প্রি ডায়াবেটিক থাকে তাহলে চা থেকে দূরে থাকুন। চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই চা পান করুন। 

২) পরিবারে ডায়াবেটিসের হিস্ট্রি থাকলেও একই কথা প্রযোজ্য। 

৩) পুষ্টির অভাবের কারণে যদি দুর্বল বোধ করেন তাহলে চা এড়িয়ে চলুন। 

৪) যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলেও চা পান থেকে বিরত থাকুন। ডাক্তার দেখানোর পরই চা পান করুন। 

৫) আপনি যদি অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্যে ভোগেন তাহলেও চা পান করবেন না।  

আরও  পড়ুন : ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মীদের বাড়ছে ক্ষোভ, বড় সিদ্ধান্ত নিল তৃণমূল

আবার জ্যোতিষশাস্ত্র মতে, যাঁদের জন্মপত্রিকায় শনি দুর্বল তাঁদের উচিত চা তৈরি করে অন্যকে দেওয়া। এটি করলে শনির অশুভ প্রভাব কমে যায়।

এছাড়া যাঁদের কুণ্ডলীতে শনির দশা প্রবল, তাঁদের চা পান করতেই হবে। এর পাশাপাশি এমন লোকদের চায়ের ব্যবসাও করা উচিত। 

দুধ চা: জ্যোতিষ শাস্ত্র অনুসারে, যাঁরা দুধ চা বেশি পান করেন, তাদের জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে ওঠে এবং সেই ব্যক্তিরা উচ্চপদ পান।

ব্ল্যাক টি: যারা ব্ল্যাক টি পছন্দ করেন তাঁরা খুব বুদ্ধিমান হয়। সুনামও ছড়িয়ে পড়ে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই ধরনের ব্যক্তিরা তাদের জীবনে প্রচুর অর্থ উপার্জন করেন।

Advertisement

মশালা টি: জ্যোতিষশাস্ত্র অনুসারে, যাঁরা মশালা টি পছন্দ করেন, তাঁদের জীবনে সাফল্য পেতে খুব পরিশ্রম করতে হয়। 

( Disclaimer: এখানে দেওয়া তথ্য ঘরোয়া প্রতিকার এবং সাধারণ তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement