Advertisement

Thankuni : বয়স অল্প দেখায়, কমায় ওজনও; এক থানকুনির পাতাতেই সব সমাধান

বদহজম-গ্যাস-অম্বল-পেটে ব্যথার মতো সমস্যায় জর্জরিত থাকেন অনেকে। সেই সব সমস্যার সমাধান রয়েছে থানকুনি পাতায়। এই পাতায় রয়েছে এমন গুণ যা যৌবন ধরে রাখে। কমে ওজনও।

থানকুনি পাতা থানকুনি পাতা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Aug 2022,
  • अपडेटेड 9:21 PM IST
  • বদহজম-গ্যাস-অম্বল-পেটে ব্যথার মতো সমস্যায় জর্জরিত থাকেন অনেকে
  • সেই সব সমস্যার সমাধান রয়েছে থানকুনি পাতায়

বদহজম-গ্যাস-অম্বল-পেটে ব্যথার মতো সমস্যায় জর্জরিত থাকেন অনেকে। সেই সব সমস্যার সমাধান রয়েছে থানকুনি পাতায়। এই পাতায় রয়েছে এমন গুণ যা যৌবন ধরে রাখে। কমে ওজনও।

যাঁরা মানসিক সমস্যায় ভুগছেন তাঁদের জন্যও খুব ভালো ফল দেয় থানকুনি পাতার রস। থানকুনি স্ট্রেস হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। ফলে মস্তিষ্ক ঠান্ডা থাকে। এছাড়াও থানকুনি পাতার কী কী গুণাগুণ আছে, আসুন দেখি। 

আরও পড়ুন

  • পেটের রোগ নিরাময়ে থানকুনি পাতা কার্যকর। যে কোনও পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। 
  • এই পাতা হজমপ্রক্রিয়ার উন্নতিতে সহায়তা করে। ফলে ওজন কমতে সাহায্য করে। 
  • অনেকের আমাশয় হয়। এই পাতা তা দূর করে। বিশেষ করে ক্রনিক আমাশয়ের ক্ষেত্রে খুবই ভালো থানকুনি পাতা।
  • প্রতিদিন থানকুনি পাতার রসের সঙ্গে এক চামচ মধু, মিশিয়ে খেলে যাবতীয় টক্সিন বেরিয়ে যাবে। শরীর থাকবে ফুরফুরে। 
  • আবার এই পাতার মধ্যে থাকে ভেষজ গুণ। যা যৌনজীবনকে সক্রিয় রাখে। যৌনতার প্রতি অনীহা দূর করে। 
  • মানসিক রোগীদের বিশেষ করে যাঁরা বেশি চিন্তা করেন তাঁদের জন্য এই পাতা বিশেষ উপকারি। 
  • এতে থাকা কিছু উপাদান স্যারোটনিন হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়। ফলে কর্টিসল মানে স্ট্রেস হরমোনের প্রভাব কমতে শুরু করে। 
  • বাসক পাতার মতো এই পাতার রস খেলেও কাশি কমে যায়। এছাড়াও জ্বরের সময় মধুর সঙ্গে ১ চামচ থানকুনি পাতার রস খেলে ফল পাওয়া যাবে। 
  • অনেকের ঠিকমতো ঘুম হয় না। এক্ষেত্রেও প্রতিদিন সকালে উঠে থানকুনি পাতা ভেজানো জল খেতে পারেন। 
  • স্নায়ু শিথিল হবে। ঘুম আসবেই। আবার দাঁতের রোগ বা যে কোনও ক্ষত সারাতেও থানকুনি পাতার জুড়ি মেলা ভার। 
  • মাড়ি থেকে রক্ত পড়া বা দাঁতে ব্যথা হলে এই পাতা সিদ্ধ করে ছেঁকে নিয়ে সেই জল দিয়ে কুলকুচি করলে উপকার মেলে। 
  • এছাড়াও শরীরের যে কোনও স্থানে কেটে গেলে এই পাতার রস লাগাতে পারেনষ দ্রুত ক্ষত
Read more!
Advertisement
Advertisement