গাড়িতে উঠলেই বমি বমি ভাব। গা গুলিয়ে ওঠে, মোশন সিকনেস (Motion sickness) দেখা দেয়। গাড়িতে ওঠার পর আমাদের অন্তঃকর্ণ বা মস্তিষ্ক ধরে নেয়, যে সে স্থির অবস্থায় আছে (Nausea)। কিন্তু চোখ দেখতে পায় সবকিছু চলমান। সেই কারণেই হয় এই সমস্যা। এর জেরে সম্মানহানিও হতে পারে। তাই লজ্জায় পড়তে হয় রাস্তাঘাটে।
এই সমস্যা কাদের হয়?
নির্দিষ্ট করে বয়স, লিঙ্গ বা গোষ্ঠীকে চিহ্নিত করা যাবে না। তবে ছোটবেলায় কমবেশি সবাই এমন অভিজ্ঞতার দধা দিয়ে যায়। বয়স বাড়লে আনকেরই তা ঠিকও হয়। অব বয়সের সাঙ্গ সাঙ্গ ঠিক না হলে তা কিছুটা চিন্তার বিষয়।
কীভাবে পাবেন সমাধান?