Advertisement

আড়াই কেজি এখন অতীত, তিন কেজির ইলিশ নিয়ে হুড়োহুড়ি বাজারে

কদিন আগেই মরশুমের সেরা ইলিশ উঠেছিল বাংলাদেশে। আড়াই কেজির ওই ইলিশ নিয়ে উচ্ছ্বসিত ছিলেন জেলে থেকে ব্যবসায়ীরা। এবার গণহারে তিনকেজির ইলিশ উঠতে শুরু করেছে। যা আবার দেদার ওঠার কারণে দাম সাধ্যের মধ্যেই।

তিন কেজির ইলিশে ভর্তি
Aajtak Bangla
  • ঢাকা,
  • 30 Sep 2021,
  • अपडेटेड 6:10 PM IST
  • তিন কেজির ইলিশ দেদার উঠছে
  • বাংলাদেশের নারায়ণগঞ্জে বাজারে সম্ভার
  • প্রচুর মাছ, তাই দামও সাধ্যের মধ্য়েই

আড়াই কেজির ইলিশ দেখেই যাঁরা আনন্দ পেয়েছিলেন, তাঁদের জন্য আরও বড় খবর অপেক্ষা করছে। আড়াই কেজি এখন অতীত। এবার বাজারে গণহারে উঠল তিন কেজি থেকে সাড়ে তিন কেজি আকারের ইলিশ। অবশ্যই এই সমব ইলিশই উঠেছে বাংলাদেশে।

ওপারের নারায়ণগঞ্জে এখন ইলিশ উৎসব

পদ্মাপারের নারায়ণগঞ্জ বাজারে এখন সবার ব্যাগেই শোভা পাচ্ছে তিন কেজি আকারের ইলিশ। দাম মোটামুটি সাধ্যের মধ্যেই। তাই ইলিশ কিনতে কার্পণ্য করছেন না। শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরের তিন নম্বর ঘাটে নারায়ণগঞ্জের সবচেয়ে বড় পাইকারি মাছ বাজার। সেখানেই এখন বাজারকর্তাদের ছাতি চওড়া হয়ে গিয়েছে ইলিশের গর্বে।

হাতের নাগালে দাম

রুই, কাতলা, ইলিশ, বোয়াল, আড় ছাড়াও নানা ধরণের মাছ ওঠে এখানে। এটি আসলে পাইকারি বাজার। যদিও খুচরোও একই সঙ্গে বেচাকেনা চলে। দেদার মাছ ওঠা শুরু হতেই আড়াই থেকে তিন কেজি ওজনের পদ্মার ইলিশ এখন সবার হাতের নাগালে। মাঝারি আকারের ইলিশ বিক্রি হচ্ছে কেজি প্রতি সাতশো থেকে হাজার টাকায়। আর এক কেজির বেশি আকারের ইলিশ পাওয়া যাচ্ছে কেজি প্রতি ১২শো থেকে ১৫শো টাকায়।

এর আগে আড়াই কেজি ছিল সেরা ইলিশ

এর মাত্র কয়েকদিন আগে ওদেশের বরগুনার তালতলির পায়রা নদীতে ধরা পড়েছিল আড়াই কেজি ওজনের একটি ইলিশ। সেটাই এ মরশুমে শনিবার সকালে ছোটবগী গ্রামের এক জেলে মাছটি জালে ধরেন। বাজারে নিয়ে গিয়ে ডাক করে সাড়ে তিন হাজার টাকায় মাছটি বিক্রি করেন আকবর নামের ও জেলে। পরে মাছটি কিনে নেন ব্যবসায়ী আনোয়ার হোসেন।

এটাই এ মরশুমের সর্বোচ্চ আকার

মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন এ মরশুমে সর্বোচ্চ ১ কেজি ৬০০ গ্রাম ওজনের ইলিশ ধরা পড়েছিল। তারপরই আড়াই কেজি ওজনের ইলিশ ধরা পড়ে। তারপর নারায়ণগঞ্জে একের পর এক ইলিশ ধরা পড়তে শুরু করল মঙ্গলবার থেকে। যার মধ্যে প্রচুর মাছ এক একটি তিন থেক সওয়া তিন কেজি ওজনের। কয়েকটি সাড়ে তিন কেজিরও রয়েছে।

Advertisement

দাম মিলছে না তেমন

তবে অনেক তিন কেজির বেশি মাছ ওঠায় এখন অবশ্য আগের মতো দাম উঠছে না। সবই দু হাজারের নীচে রয়েছে। এক কেজির উপর ইলিশ দেড় হাজারের মধ্যে রয়েছে। তিন কেজির ইলিশ ২ হাজার ছাড়াচ্ছে না।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement