Advertisement

Urine Bad Smell Reason : প্রস্রাবে তীব্র দুর্গন্ধ? এখনই সাবধান না হলে দেহে বাসা বাঁধতে পারে ৪ মারাত্মক রোগ

লিভারে কোনও সমস্যা থাকলে প্রস্রাবে দুর্গন্ধ হতে পারে। দুর্গন্ধ ছাড়া এর রঙও পরিবর্তিত হয়ে যায়। সাধারণত প্রস্রাবের রং হালকা হলুদ হয়। তবে প্রস্রাব সংক্রান্ত রোগের ক্ষেত্রে সেটির রং গাঢ় বাদামী বা কমলা হয়ে যায়। 

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 10 Feb 2023,
  • अपडेटेड 12:47 AM IST
  • প্রস্রাবে দুর্গন্ধ হয়?
  • এখনই সতর্ক হোন
  • নয়তো হতে পারে বিপদ

অনেকেরই প্রস্রাবে অত্যন্ত দুর্গন্ধ থাকে। আর প্রস্রাবে এই বেশি দুর্গন্ধ হতে পারে বড়সড় কোনও রোগের লক্ষণ। মনে রাখবেন, শরীর ঠিকমতো হাইড্রেটেড থাকলে প্রস্রাব থেকে কোনও দুর্গন্ধ বের হয় না। কিন্তু যখন প্রস্রাবে বর্জ্য পদার্থের পরিমাণ বেশি থাকে এবং জলের পরিমান কমে যায়, তখনই দুর্গন্ধ পাওয়া যায়। অনেক সময় আবার কোনও ওষুধের কারণেও প্রস্রাব থেকে গন্ধ বের হতেপারে। তবে সাধারণত প্রস্রাবে দুর্গন্ধ কোনও বড় রোগের ইঙ্গিত হতে পারে। চলুন বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। 

লিভার সংক্রান্ত সংস্যার ইঙ্গিত - লিভারে কোনও সমস্যা থাকলে প্রস্রাবে দুর্গন্ধ হতে পারে। দুর্গন্ধ ছাড়া এর রঙও পরিবর্তিত হয়ে যায়। সাধারণত প্রস্রাবের রং হালকা হলুদ হয়। তবে প্রস্রাব সংক্রান্ত রোগের ক্ষেত্রে সেটির রং গাঢ় বাদামী বা কমলা হয়ে যায়। 

ব্লাড সুগার বা ডায়াবেটিস - এটি খুবই কঠিন রোগ। ডায়াবেটিসের সমস্যা যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন প্রস্রাব থেকে খুব তীব্র এবং মিষ্টি ফলের গন্ধ বের হতে থাকে। প্রস্রাবে সুগার থাকার কারণে এই ধরনের গন্ধ বের হয়। প্রস্রাবে এই ধরনের গন্ধ পাওয়ার অর্থ হল শরীর, রক্ত ​​থেকে অতিরিক্ত চিনি অপসারণ করার চেষ্টা করছে। 

আরও পড়ুন

ইউরিনারি ট্র্যাক ইনফেকশন (UTI) - এটি এক ধরণের ব্যাকটেরিয়া সংক্রান্ত রোগ। এটি পুরুষদের তুলনায় মহিলাদের বেশি হয়। যেহেতু পুরুষদের তুলনায় মহিলাদের মূত্রনালি ছোট তাই সেখানে খুব সহজেই ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে। আর এটি হলেও প্রস্রাবে দুর্গন্ধ হয়। UTI হলে প্রস্রাবে অ্যামোনিয়ার মতো গন্ধ হয়। 

প্রোস্টাটাইটিস - প্রোস্টাটাইটিস একটি এমন রোগ যা প্রোস্টেট গ্রন্থিতে সমস্যা তৈরি করে। এই রোগের কারণে পুরুষদের প্রস্রাব করতে কষ্ট ও ব্যথার সম্মুখীন হতে হয়। এছাড়া প্রস্রাবেও গন্ধ হয়। মূত্রাশয়ের সংক্রমণের মতোই, প্রোস্টাটাইটিসের কারণেও প্রস্রাব থেকে পচা ডিমের মতো গন্ধ বের হয়। 

কীভাবে বুঝবেন? 
উপরোক্ত ৪টি সমস্যার মধ্যে কোনওটিতে ভুগছেন কিনা জানার জন্য, প্রথমে লক্ষণগুলি খুঁজে বের করা প্রয়োজন। ইউটিআই, ডায়াবেটিস, লিভার সম্পর্কিত রোগ এবং প্রোস্টাটাইটিসের লক্ষণগুলি কখনও কখনও খুব আলাদা হয়। ফলে সহজেই সেগুলিকে সনাক্ত করা যায়। তবে যেকোনও রোগ নির্ণয়ের সবচেয়ে ভাল উপায় হলো চিকিৎসকের পরামর্শ নেওয়া। চেকআপ ও টেস্টের মাধ্যমে চিকিৎসকেরা সহজেই বলে দিতে পারেন, যে আপনার দেহে এই ধরনের কোনও রোগ আছে কিনা। একইসঙ্গে যদি কোনও সমস্যা থেকে থাকে, তাহলে নিরাময়ের উপায়ও বলে দেবেন চিকিৎসক। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement