Advertisement

Valentine's Week 2024: ফেব্রুয়ারি জুড়ে প্রেমের মরসুম, ভ্যালেন্টাইন্স উইকে কবে কোন বিশেষ দিন?

Valentine's Week 2024 Dates & Significance: এক সপ্তাহ জুড়ে চলে বিশেষ উদযাপন। শুরু হয়েছে ফেব্রুয়ারি মাস। আর এই মাসকে অনেকেই প্রেমের মাস বলে থাকেন।  জানুন, ভ্যালেন্টাইন্স সপ্তাহের কবে কোন বিশেষ দিন। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Feb 2024,
  • अपडेटेड 1:12 PM IST

চারিদিকে ইতিমধ্যেই প্রেম প্রেম আবহ। বছরের এই সময়টায় বসন্তের ঠিক আগে ফেব্রুয়ারি মাসে সকলে মেতে ওঠেন ভালোবাসার উদযাপনে। এক সপ্তাহ জুড়ে চলে বিশেষ উদযাপন। শুরু হয়েছে ফেব্রুয়ারি মাস। আর এই মাসকে অনেকেই প্রেমের মাস বলে থাকেন।  জানুন, ভ্যালেন্টাইন্স সপ্তাহের কবে কোন বিশেষ দিন। 

রোজ ডে (Rose Day)

৭ ফেব্রুয়ারি রোজ ডে উৎযাপন হয়। নিজের ভালোবাসার মানুষকে পছন্দের রঙের গোলাপ তুলে দেন সকলে। 

প্রপোজ ডে (Propose Day)

মনের মানুষকে যে ভালোবাসেন, সেটা অন্যান্য দিন বলতে না পারলেও এই বিশেষ দিনে জানান দিতেই পারেন। ৮ ফেব্রুয়ারি প্রপোজ ডে হিসাবে পালিত হয়। 

চকোলেট ডে (Chocolate Day)

এই দিনটি অনেকের সবচেয়ে প্রিয়। রকমারি চকোলেট প্রিয় মানুষকে উপহার দেওয়ার রীতি ৯ ফেব্রুয়ারি। 

টেডি ডে (Teddy Day)

টেডি বিয়ার পছন্দ করেন না, এরকম মেয়ে খুব কমই আছেন। অনেক ছেলেদেরও সফ্ট টয় বা টেডি পছন্দের তালিকায় রয়েছে। ১০ ফেব্রুয়ারি টেডি ডে নামে পরিচিত।

প্রমিস ডে (Promise Day)

ভালোবাসা ও প্রতিশ্রুতি এই দুটো শব্দ হয়তো একে অপরের পরিপূরক। প্রিয় মানুষের সঙ্গে ১১ ফেব্রুয়ারি অঙ্গীকারবদ্ধ হতে পারেন আপনিও। 

হাগ ডে (Hug Day)

মনের মানুষকে মন ভরে জড়িয়ে ধরার বা আলিঙ্গন করার এটাই সেই দিন। ১২ ফেব্রুয়ারি হাগ ডে হিসাবে প্রচলিত। 

কিস ডে (Kiss Day)

প্রেমের সপ্তাহের এই দিন একে অপরকে ভরিয়ে দিতে পারেন উষ্ণ চুমুতে। অনেকের মতে, মুখে না বলা কথাও এর মাধ্যমে ব্যক্ত করা যায়। ১৩ ফেব্রুয়ারি উৎযাপন হয় কিস ডে বা চুম্বন দিবসের। 

Advertisement

ভ্যালেন্টাইন্স ডে  (Valentines Day)

এটাই সেই 'ডি-ডে'! বিশ্বজুড়ে ১৪ ফেব্রুয়ারি পালিত হয় ভ্যালেন্টাইন্স ডে। উপহার, প্রতিশ্রুতি সব কিছুর পাশাপাশি মনের মানুষকে বুঝিয়ে দিয়ে তাকে কতটা ভালোবাসেন। কথায় বলেড় ভালোবাসায় বিশ্ব জয় করা যায়, তাই আর বিরত না থেকে, প্রাণ খুলে ভালোবাসুন।

অ্যান্টি ভ্যালেন্টাইনস উইক (Anti Valentines Week)

ফেব্রুয়ারি মাসকে প্রেমের মাস হিসাবেই উল্লেখ করা হয় মূলত। কারণ ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স উইক। বিশেষত, ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-এর জন্য নানা উদযাপন চলে। কিন্তু অনেকেই আছেন যারা 'প্রেম দিবস' পালনের বিরোধী। জানেন তাদের জন্য রয়েছে 'অ্যান্টি ভ্যালেন্টাইন্স উইক'? শুনে অবাক হচ্ছেন? আসলে ভ্যালেন্টাইন্স ডে যতটা প্রচলিত, প্রেম বিরোধী দিনগুলির বিষয় অনেকেই জানেন না। 

'অ্যান্টি ভ্যালেন্টাইন্স উইক' পালন হয় ফেব্রুয়ারি মাসেই। ভ্যালেন্টাইনস ডে-এর ঠিক পরে আসে এই সপ্তাহ। এটি প্রেম এবং রোম্যান্সের সঙ্গে একেবারেই সম্পর্কযুক্ত নয়। ১৫ ফেব্রুয়ারি 'স্ল্যাপ ডে' দিয়ে শুরু হয়ে শেষ হয় ২১ ফেব্রুয়ারি 'ব্রেক-আপ ডে' দিয়ে। জানুন কবে এই বিশেষ দিনগুলি সেলিব্রেট হয়। 

 * স্ল্যাপ ডে (Slap Day): ১৫ ফেব্রুয়ারি
 
* কিক ডে  (Kick Day): ১৬ ফেব্রুয়ারি

* পারফিউম ডে (Perfume Day): ১৭ ফেব্রুয়ারি

* ফ্লার্ট ডে (Flirt Day): ১৮ ফেব্রুয়ারি

* কনফেশন ডে (Confession Day): ১৯ ফেব্রুয়ারি

* মিসিং ডে (Missing Day): ২০ ফেব্রুয়ারি

* ব্রেকআপ ডে (Break Up Day): ২১ ফেব্রুয়ারি

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement