Advertisement

Skin Problems: পুজোর আগে গালের দাগ বা পিগমেন্টেশন দূর করতে চান? রইল ৪ ঘরোয়া টোটকা

আজকের দূষণ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আর ব্যস্ত জীবনযাত্রার কারণে ত্বকের নানা সমস্যা প্রায়ই দেখা দেয়। তার মধ্যে অন্যতম হল পিগমেন্টেশন, যা ত্বকে কালো দাগ, অসম বর্ণ বা বয়স ও সূর্যের আলোর প্রভাবে সৃষ্টি হওয়া দাগ হিসেবে দেখা দেয়। বাজারের দামি ক্রিমের উপর নির্ভর না করে ঘরোয়া কিছু উপায়েই এই সমস্যা কমানো সম্ভব।

Aajtak Bangla
  • দিল্লি ,
  • 23 Jul 2025,
  • अपडेटेड 12:40 PM IST
  • আজকের দূষণ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আর ব্যস্ত জীবনযাত্রার কারণে ত্বকের নানা সমস্যা প্রায়ই দেখা দেয়।
  • তার মধ্যে অন্যতম হল পিগমেন্টেশন, যা ত্বকে কালো দাগ, অসম বর্ণ বা বয়স ও সূর্যের আলোর প্রভাবে সৃষ্টি হওয়া দাগ হিসেবে দেখা দেয়।

আজকের দূষণ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আর ব্যস্ত জীবনযাত্রার কারণে ত্বকের নানা সমস্যা প্রায়ই দেখা দেয়। তার মধ্যে অন্যতম হল পিগমেন্টেশন, যা ত্বকে কালো দাগ, অসম বর্ণ বা বয়স ও সূর্যের আলোর প্রভাবে সৃষ্টি হওয়া দাগ হিসেবে দেখা দেয়। বাজারের দামি ক্রিমের উপর নির্ভর না করে ঘরোয়া কিছু উপায়েই এই সমস্যা কমানো সম্ভব।

তিসির বীজের জেল
তিসির বীজে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে।
প্রস্তুত প্রণালী:
২ টেবিল চামচ তিসির বীজ ১.৫ কাপ জলে সিদ্ধ করুন যতক্ষণ না জেলের মতো হয়। ঠান্ডা করে ছেঁকে কাচের বয়ামে রাখুন। রাতে মুখে হালকা করে লাগান, ২০ মিনিট বা সারা রাত রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হবে এবং কালো দাগ হালকা হবে।

চন্দন, হলুদ ও মধুর মাস্ক
চন্দন ত্বক উজ্জ্বল করে, হলুদ পিগমেন্টেশন কমায়, আর মধু ত্বক আর্দ্র রাখে।
প্রস্তুত প্রণালী:
১ চা চামচ চন্দন গুঁড়ো, এক চিমটি বুনো হলুদ, ১ চা চামচ কাঁচা মধু ও কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে পেস্ট বানান। মুখে লাগিয়ে শুকোতে দিন, পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার ব্যবহার করলে ভালো ফল পাবেন।

লিকোরিস ও অ্যালোভেরা মাস্ক
লিকোরিস প্রাকৃতিকভাবে ত্বকের মেলানিন কমায়, অ্যালোভেরা ত্বক প্রশান্ত রাখে।
প্রস্তুত প্রণালী:
১ চা চামচ লিকোরিস পাউডারের সঙ্গে ২ চা চামচ টাটকা অ্যালোভেরা জেল মিশিয়ে কালো দাগের জায়গায় লাগান।

আলু ও লেবুর রস
আলুর এনজাইম আর লেবুর ভিটামিন–সি মিলে দাগ হালকা করে।
প্রস্তুত প্রণালী:
একটি ছোট আলু কুঁচি করে রস বের করুন, কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। তবে সংবেদনশীল ত্বকে এটি ব্যবহার না করাই ভালো এবং সপ্তাহে দু’বারের বেশি নয়।

 

Read more!
Advertisement
Advertisement