Advertisement

Winter Hacks: শীতে কাপড় কাচতে হাত কাঁপে ঠান্ডায়? এই ৬ টেকনিকে বরফ-ঠান্ডা জলেও নো-টেনশন

শীতকালে কাপড় ধোয়া অনেকের কাছেই বেশ কষ্টকর কাজ। বরফ-ঠান্ডা জলে হাত দিলেই আঙুল অবশ হয়ে আসে, জ্বালা ধরে, কখনও কখনও কাজ মাঝপথে ছেড়ে দিতেও ইচ্ছে করে। তবে কয়েকটি সহজ ও বুদ্ধিদীপ্ত কৌশল মানলে শীতেও কাপড় ধোয়া হবে অনেকটাই স্বস্তির।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 07 Jan 2026,
  • अपडेटेड 1:41 PM IST
  • শীতকালে কাপড় ধোয়া অনেকের কাছেই বেশ কষ্টকর কাজ।
  • বরফ-ঠান্ডা জলে হাত দিলেই আঙুল অবশ হয়ে আসে, জ্বালা ধরে, কখনও কখনও কাজ মাঝপথে ছেড়ে দিতেও ইচ্ছে করে।

শীতকালে কাপড় ধোয়া অনেকের কাছেই বেশ কষ্টকর কাজ। বরফ-ঠান্ডা জলে হাত দিলেই আঙুল অবশ হয়ে আসে, জ্বালা ধরে, কখনও কখনও কাজ মাঝপথে ছেড়ে দিতেও ইচ্ছে করে। তবে কয়েকটি সহজ ও বুদ্ধিদীপ্ত কৌশল মানলে শীতেও কাপড় ধোয়া হবে অনেকটাই স্বস্তির।

শীতকালে কাপড় ধোয়ার কার্যকর কৌশলগুলি জেনে নিন-

১. রাবারের গ্লাভস ব্যবহার করুন
এটাই সবচেয়ে সহজ ও কার্যকর উপায়। বাজারে এখন ভেতরে নরম আস্তরণযুক্ত রাবারের গ্লাভস পাওয়া যায়। এগুলি পরলে ঠান্ডা জল সরাসরি হাতে লাগবে না, হাতও গরম থাকবে।

২. হালকা গরম জলের সাহায্য নিন
খুব গরম জল ব্যবহার না করাই ভালো। তবে ঠান্ডা সহ্য না হলে কুসুম গরম জল মিশিয়ে নিতে পারেন। এতে হাতের অস্বস্তি কমবে এবং কাপড়ের ময়লাও সহজে উঠবে।

৩. কাপড় ভিজিয়ে রাখুন
সরাসরি কচলানোর বদলে হালকা গরম জল ও তরল ডিটারজেন্টে ২০–৩০ মিনিট কাপড় ভিজিয়ে রাখুন। এতে ময়লা নরম হবে এবং কম সময়ে, কম কষ্টে কাপড় পরিষ্কার হবে।

৪. লন্ড্রি ব্রাশ ব্যবহার করুন
হাত দিয়ে বেশি ঘষাঘষি না করে কলার, কাফ বা দাগযুক্ত জায়গায় লন্ড্রি ব্রাশ ব্যবহার করুন। এতে হাত কম ভিজবে এবং ঠান্ডাও কম লাগবে।

৫. দ্রুত ধোয়ার কৌশল অবলম্বন করুন
কাপড় ধোয়ার সময় অপ্রয়োজনীয় দেরি না করে কাজ গুছিয়ে করুন। আগে থেকেই ডিটারজেন্ট, বালতি, গ্লাভস সব প্রস্তুত রাখলে ঠান্ডা জলে হাত রাখার সময় কমবে।

৬. ধোয়ার পর হাতের যত্ন নিন
কাপড় ধোয়া শেষ হলেই হাত ভালো করে মুছে নারকেল তেল, অলিভ অয়েল বা ময়েশ্চারাইজিং ক্রিম লাগান। এতে শুষ্কতা, ফাটা বা চুলকানি কম হবে এবং রক্ত সঞ্চালনও ভালো থাকবে।

এই ছোট ছোট অভ্যাসগুলি মানলে শীতকালে কাপড় ধোয়া আর ভয়ের কারণ হবে না। ঠান্ডার মধ্যেও কাজ হবে সহজ ও স্বস্তিদায়ক।

 

Read more!
Advertisement
Advertisement