Advertisement

Weather Update: ফের ঘূর্ণাবর্ত-পশ্চিমী ঝঞ্ঝা, খামখেয়ালি আবহাওয়ায় শীত কবে আসবে?

শনিবার মৌসম ভবন জানিয়েছে, আজ, রবিবার দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। আগামিকাল, সোমবার সেটি নিম্নচাপের চেহারা নেবে। ক’দিন ধরে কলকাতা এবং লাগোয়া এলাকাগুলিও সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমেছে। শীত প্রায় এসে গিয়েছে ধরে নিয়ে শীতপোশাকও বের করে ফেলেছেন অনেকে। এই আবহেও অবশ্য বাধ সাধছে বঙ্গোপসাগর। 

ফাইল ছবি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Nov 2023,
  • अपडेटेड 6:16 PM IST
  • শনিবার মৌসম ভবন জানিয়েছে, আজ, রবিবার দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে।
  • আগামিকাল, সোমবার সেটি নিম্নচাপের চেহারা নেবে।

শনিবার মৌসম ভবন জানিয়েছে, আজ, রবিবার দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। আগামিকাল, সোমবার সেটি নিম্নচাপের চেহারা নেবে। ক’দিন ধরে কলকাতা এবং লাগোয়া এলাকাগুলিও সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমেছে। শীত প্রায় এসে গিয়েছে ধরে নিয়ে শীতপোশাকও বের করে ফেলেছেন অনেকে। এই আবহেও অবশ্য বাধ সাধছে বঙ্গোপসাগর। 

আগামী সপ্তাহের গোড়াতেই বঙ্গোপসাগরে ফের তৈরি হতে চলেছে একটি গভীর নিম্নচাপ। সেই গভীর নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে না, এমন কথাও নিশ্চিত ভাবে বলতে পারছেন না আবহবিদেরা। তাঁদের মতে, ওই গভীর নিম্নচাপ যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় এবং ওড়িশা-অন্ধ্র উপকূলে এসে হাজির হয় তা হলে শীতের দফারফা হতে পারে।
বাঁকুড়া পুরুলিয়ার মতো রাজ্যের পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে ১৪ ডিগ্রি সেলসিয়াস-এরও নীচে। কলকাতাতেও ২০ ডিগ্রির নীচে নেমে গেছে পারদ। দিনের বেলায় চড়া রোদে শীতের অনুভূতি খানিকটা কম মনে হলেও ভোরে ও সন্ধের পর থেকেই বেশ ঠান্ডা লাগছে। তবে এর মধ্যেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘনিয়েছে। তার কারণেই শীতের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্মচাপটি বুধবারের মধ্যে আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটির। অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে নিম্নচাপটির অভিমুখ থাকলেও পরে সেটি গতিপথ পরিবর্তন করতে পারে। বাংলায় সরাসরি প্রভাব না পড়লেও নিম্নচাপের পরোক্ষ প্রভাবে মঙ্গলবার থেকেই রাজ্যে হাওয়া বদলের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। 

আবহাওয়া অফিস সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আপাতত এই শীত স্থায়ী হবে আর মাত্র দুদিন। মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা হতে শুরু করবে। উপকূল সংলগ্ন জেলাগুলোতে রাতের  তাপমাত্রা বাড়বে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।

Advertisement

উত্তরবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে পশ্চিমে ঝঞ্ঝার প্রভাবে নভেম্বরের শেষ দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও হাওয়া বদলের সম্ভাবনা। একটি পশ্চিমী ঝঞ্ঝা রাজ্যে ঢুকছে আজ রবিবার, আরও একটি ঝঞ্ঝা ঢুকতে চলেছে বৃহস্পতিবার। তার প্রভাবে উত্তরের জেলাগুলিতে শীতের অনুভূতি কমে যাবে।


  
 
    

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement