Advertisement

Weekend Trip From Kolkata: পকেটে ১৫০০-২০০০ টাকা? শীতের উইকএন্ডে বেড়িয়ে আসুন সস্তার এই ৩ স্পটে

কম খরচে শীতের উইকএন্ডে ঘুরে আসতে পারেন কলকাতা থেকে ঢিল ছোড়া দূরত্বের ৩ ডেস্টিনেশনে। পকেটে দেড় থেকে দু'হাজার টাকা থকলেই ট্যুর প্ল্যান করে ফেলতে পারেন। রইল বিস্তারিত তথ্য।

উইকএন্ডের ছুটিতে কোথায় যাবেন? উইকএন্ডের ছুটিতে কোথায় যাবেন?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 31 Oct 2025,
  • अपडेटेड 2:14 PM IST
  • শীতের উইকএন্ডে বেড়ানোর প্ল্যান
  • পকেটে মাত্র ১৫০০-২০০০ টাকা
  • ঘুরে আসুন এই ৩ ট্যুরিস্ট স্পটে

কর্পোরেটের জাঁতাকলে জীবন জেরবার। শীতে তাই হাতে গোনা ক'টা দিনের ছুটিতে চট করে এদিক-সেদিক ঢুঁ মেরে আসতে যান ভ্রমণপিপাসুরা। যদিও উইকএন্ড ছাড়া ছুটি পাওয়া দুষ্কর। আবার পকেটেও রয়েছে টান। এই অবস্থায় মুশকিল আসানে রয়েছে হাতের কাছের কিছু দুর্দান্ত ডেস্টিনেশন। যা আবার পকেট ফ্রেন্ডলিও। 

অনেকেই আজকাল ভিড়ভাট্টা পছন্দ করেন না। শহরের কোলাহল এড়িয়ে নিরিবিলিতে প্রিয়জনকে নিয়ে একটা উইকএন্ড কাটাতে চান বেশিরভাগ মানুষই। কম খরচের এমনই কিছু ডেস্টিনেশন রয়েছে কলকাতার ঢিল ছোড়া দূরত্বেই।  ২ রাত তিন-দিনে, টুক করে বেরিয়ে আসতে পারেন এই শীতে। 

গনগনি
সম্প্রতি গনগনি একটি অতি জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশনে পরিণত হয়েছে। কলকাতা থেকে মাত্র কয়েকঘণ্টা দূরে শিলাবতী নদীর ধারে অবস্থিত এই জায়গাটিকে  ‘বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন’ও বলা হয়। 

কীভাবে যাবেন?  হাওড়া থেকে ট্রেনে অথবা ধর্মতলা থেকে বাসে চেপে গড়বেতা নামতে হবে। তারপর সেখান থেকে টোটোয় চেরে জঙ্গলে ঘেরা গনগনি। কলকাতা থেকে মাত্র ১৭৮ কিমি দূরত্ব। গাড়িতে ঘণ্টা দু'য়েক লাগে যেতে।
কোথায় থাকবেন? গনগনিতে সরকারি রিসর্ট রয়েছে। তবে বেশিরভাগ পর্যটক থাকেন গড়বেতায়। রয়েছে সোনাঝুরি গেস্ট হাউস এবং আপ্যায়ন লজের মতো একাধিক আস্তানা। 
খরচ কত? ট্রেনের ভাড়া ৪০ টাকা। বেসরকারি বাসে চাপলে ১০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত টিকিট ভাড়া হতে পারে। একদিনের লজ ভাড়া এবং খাওয়া নিয়ে হাজারের মধ্যে ঘুরে আসতে পারবেন গনগনি। 

বাঁকিপুট
নিরিবিলিতে সময় কাটাতে চাইলে শীতের উইকএন্ডে ঘুরে আসতে পারেন অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বাঁকপুট সমুদ্রসৈকতে। শুধু সুমদ্রই নয়, এখানে দেখতে পারেন কপালকুণ্ডলা উপন্যাসখ্যাত শতাব্দীপ্রাচীণ মন্দির। 
কীভাবে যাবেন? দিঘাগামী বাসে চেপে কাঁথিতে নামতে হবে। সেখান থেকে গাড়ি ভাড়া করে বাঁকিপুট। কাঁথি থেকে গাড়িতে মিনিট ৪০ সময় লাগে পৌঁছতে। 
কোথায় থাকবেন? বাঁকিপুটে খুব বেশি থাকার হোটেল নেই। রয়েছে ঝিনুক রেসিডেন্সি নামে একটি বেসরকারি লজ। 
খরচ কত? লজে ১৫০০-১৬০০ টাকা খাওয়া সহ প্রতি রাতের খরচ। কাঁথি থেকে গাড়িতে বাঁকিপুট থেকে খরচ হাজার টাকা। 

Advertisement

বড়ন্তি
শীতের উইকএন্ডে সেরা ডেস্টিনেশন হতে পারে বড়ন্তি। কোলাহল থেকে দূরে, লাল পাহাড়ের দেশে বেড়িয়ে আসতে পারেন সহজেই। শাল-শিমূল, মহুয়া, পলাশ, পিয়াল, সেগুন গাছে ঘেরে ছোট এই স্পট খুব আকর্ষণীয় ট্যুরিস্ট ডেস্টিনেশন। 
কীভাবে যাবেন? শিয়ালদা বা হাওড়া থেকে আসানসোলগামী যে কোনও ট্রেনে চাপতে হবে। আসানসোল থেকে লোকাল ট্রেনে চেপে যেতে হবে আদ্রা। সেখান থেকে সড়কপথে বড়ন্তি। 
কোথায় থাকবেন? বড়ন্তিতে পলাশবাড়ি ইকলজিক্যাল রিসর্ট রয়েছে। এছাড়াও রয়েছে মানভূত হলিডে হোম সহ একাধিক লজ। 
খরচ কত? লজের ভাড়া প্রতি রাতে ১০০০ টাকা। 

 

Read more!
Advertisement
Advertisement