Advertisement

Sudden Weight Loss Causes : হঠাৎ ওজন কমে যাচ্ছে? হতে পারে ৪ মারাত্মক রোগের সঙ্কেত

অনেক সময় এমনও হয় যে না চাইতে বা কোনও কিছু না করেই কারও কারও ওজন কমতে শুরু করে। বিশেষজ্ঞরা বলছেন এমনটা হলে কখনওই অবজ্ঞা করা উচিত নয়। কারণ হঠাৎ ওজন হ্রাসের নেপথ্যে থাকতে পারে অনেক গুরুতর কারণ। অনেক সময় হঠাৎ ওজন হ্রাস বড়সড় কোনও রোগেরও ইঙ্গিতও হতে পারে। চলুন জেনে নেওয়া যাক হঠাৎ করে ওজন কমে গেলে তা কোন কোন অসুস্থতার লক্ষণ হতে পারে।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 03 Jan 2023,
  • अपडेटेड 10:12 PM IST
  • অনেক সময় দেহের ওজন কমে যায়
  • নেপথ্যে থাকতে পারে বড় রোগ
  • সাবধান থাকুন

আজকাল বেশিরভাগ মানুষই নিজেদের ওজন বৃদ্ধি নিয়ে চিন্তিত। সেই সঙ্গে ওজন কমাতে নানা ধরনের ব্যবস্থাও গ্রহণ করেন তাঁরা। কেউ ডায়েট করেন, তো কেউ আবার ওয়ার্কআউট করেন। কিন্তু অনেক সময় এমনও হয় যে না চাইতে বা কোনও কিছু না করেই কারও কারও ওজন কমতে শুরু করে। বিশেষজ্ঞরা বলছেন এমনটা হলে কখনওই অবজ্ঞা করা উচিত নয়। কারণ হঠাৎ ওজন হ্রাসের নেপথ্যে থাকতে পারে অনেক গুরুতর কারণ। অনেক সময় হঠাৎ ওজন হ্রাস বড়সড় কোনও রোগেরও ইঙ্গিতও হতে পারে। চলুন জেনে নেওয়া যাক হঠাৎ করে ওজন কমে গেলে তা কোন কোন অসুস্থতার লক্ষণ হতে পারে।

ডায়াবেটিস (Diabetes)
কারও ওজন যদি হঠাৎ করে কমতে শুরু করে, তাহলে কখনওই সেটিকে হালকাভাবে নেওয়া উচিত নয়। কারণ ডায়াবেটিসের কারণে ওজন কমতে শুরু করে। ডায়াবেটিসের সমস্যা ছাড়াও, শরীরে অন্যান্য সমস্যাও হতে শুরু করে। সেই জন্য হঠাৎ করে ওজন কমে যাওয়ার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শও নিতে পারেন।

ডিপ্রেশান (Depression)
কখনও কখনও ডিপ্রেশান বা হতাশার কারণেও ওজন দ্রুত কমতে শুরু করে। হতাশার কারণে মানুষ একাকিত্বে হারিয়ে যেতে পারে। দুঃখ মনকে গ্রাস করে। ফলে ক্ষুধার অনুভূতি নেই। আর তার প্রভাব পড়ে দেহের ওজনে। কারণ ক্ষুধা কমে গেলে খুব স্বাভাবিকভাবেই দেহের ওজন কমতে শুরু করে। প্রয়োজনে ডিপ্রেশান কাটানোর জন্য মনোনিদের সঙ্গেও আলোচনা করতে পারেন।

আরও পড়ুন

ক্যান্সার (Cancer)
ক্যান্সার হওয়ার প্রথম লক্ষণ হল দেহের ওজন দ্রুত কমতে শুরু করা। কারণ ক্যান্সার হলে প্রথমে জ্বর, ক্লান্তি এবং ওজন কমার মতো লক্ষণ দেখা যায়। তাই হঠাৎ করে দেহের ওজন কমলে কখনওই সেটা অবহেলা করবেন না।

হৃদরোগ (Heart Attack)
ওজন কমে গেলে তা হার্ট অ্য়াটাক বা হৃদরোগের লক্ষণও হতে পারে। তাই আকস্মিক ওজন কমে যাওয়াকে কখনওই উপেক্ষা করা উচিত নয়। বরং অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement