Advertisement

Walnuts Benefits: কেন রোজ আখরোট খাওয়া উচিত? ১০ কারণ জানালেন AIIMS-এর ডাক্তার

আখরোট প্রতিদিনের ডায়েটে যোগ করা উচিত। এমনটাই জানাচ্ছেন AIIMS-এর প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার। বিশেষজ্ঞ এই চিকিৎসক দাবি করছেন, এটি ব্রেন ফুড এবং একাধিক পুষ্টিগুন রয়েছে এতে। কেন রোজ খাওয়া উচিত আখরোট, রইল বিস্তারিত কারণ...

আখরোটের পুষ্টিগুনআখরোটের পুষ্টিগুন
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Oct 2025,
  • अपडेटेड 12:51 PM IST
  • প্রতিদিনের ডায়েটে যোগ করুন আখরোট
  • পরামর্শ দিচ্ছেন AIIMS-এর ডাক্তার
  • কী কী পুষ্টিগুণ রয়েছে আখরোটে?

আখরোট এমন একটি ড্রাই ফ্রুট যা মস্তিষ্ক শান্ত এবং সুস্থ রাখতে সহায়ক হয়। সার্বিক ভাবে শরীর সুস্থ রাখে এই ড্রাই ফ্রুট। AIIMS, হার্ভার্ড এবং স্ট্যান্ডফোর্ডের মতো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ডা: সৌরভ শেঠি নিজের ইনস্টাগ্রামে আখরোট খাওয়ার ফায়দা তুলে ধরেছেন। 

নিজের একটি ভিডিওতে ডা: সৌরভ শেঠি বলেন, 'আপনারা কি জানেন, আখরোট আমাদের শরীরের জন্য ঠিক কতটা উপকারী। এটি অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর হয়। যা বাকি বাদামের তুলনায় পরিমাণে অনেকটাই বেশি। এতে থাকে ভিটামিন ই, মেলাটোনিন এবং পলিফিনাইল্স। বিশেষ করে আখরোটের বাইরের খোসায় থাকে এই পুষ্টিকর উপাদানগুলি।'
 
শরীরকে দ্রুত বুড়িয়ে দেয় ফ্রি ব়্যাডিক্যালস। আর সেটিকেই নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আখরোট। এমনটাই দাবি করেছেন AIIMS-এর প্রশিক্ষণপ্রাপ্ত ওই চিকিৎসক। এছাড়াও অন্যান্য বাদামের তুলনায় আখরোটে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড অনেকটাই বেশি থাকে। আখরোট শুধু মস্তিষ্ককেই তীক্ষ্ণ করে না। সেই সঙ্গে হৃদরোগেরও উন্নতি করে। এগুলি খারাপ কোলেস্টেরল (LDL) কমায় এবং ভাল কোলেস্টেরল (HDL) বাড়ায়। এতে উপস্থিত ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং পলিআনস্যাচুরেটেড ফ্যাট শরীরের প্রদাহ কমায় এবং হৃদরোগের ঝুঁকি কমায়। ভেজানো আখরোট খেলে এতে উপস্থিত ফাইটিক অ্যাসিড এবং ট্যানিন কমে যায়, যা এগুলিকে সহজে হজম করে এবং শরীর পুষ্টি ভাল ভাবে শোষণ করে। আখরোটে উপস্থিত ফাইবার হজম ব্যবস্থা উন্নত করে, কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং অন্ত্রের স্বাস্থ্যকে শক্তিশালী করে। আখরোট ক্যালোরিতে সমৃদ্ধ হতে পারে, তবে এগুলি খেলে আপনি দীর্ঘ সময় ধরে পেট ভরা থাকবে। এতে উপস্থিত প্রোটিন এবং ফাইবার খিদে নিয়ন্ত্রণ করে এবং তাই আপনার বারবার খেতে ইচ্ছা করে না, যা ওজন কমাতে সাহায্য করে।

AIIMS-এর প্রশিক্ষণপ্রাপ্ত ওই চিকিৎসক বলেন, 'আখরোট ব্লাড প্রেশার কম করতে সহায়ক হয়। পেটে থাকা গুড ব্যাকটেরিয়াকে বুস্ট করে এটি। হার্টের স্বাস্থ্যও ভাল রাখতে সাহায্য করে আখরোট। এটি একটি অত্যন্ত ভাল ব্রেন ফুড। রোজ আখরোট খেলে স্মৃতিশক্তি ভাল থাকে। আজ থেকেই তাই একমুঠো আখরোট ডায়েটে যোগ করে ফেলুন।'

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement