Advertisement

Bengal Safari Park Siliguri: শিলিগুড়িতে বেঙ্গল সাফারি পার্কে ১৮টি নতুন প্রাণী, কী কী? বেড়াতে যাওয়ার মরশুম আসছে

Bengal Safari Park Siliguri: পুজোর আগে চমকপ্রদ সুখবর! বেঙ্গল সাফারি পার্কে এসেছে একসঙ্গে ১৮টি নতুন প্রাণী। হিমালয়ান ব্ল্যাক বিয়ার, ঘড়িয়াল, ওয়াইল্ড ডগ, স্টর্ক পাখি সহ বহু নতুন প্রাণী প্রথমবার দেখা যাবে সাফারিতে। সব ঠিক থাকলে পুজোর আগেই দর্শকদের জন্য খুলে যাবে তাদের জঙ্গল রাজ্য।

শিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে এল ১৮টি নতুন প্রাণী, পুজোর আগেই প্রকাশ্যেশিলিগুড়ি বেঙ্গল সাফারি পার্কে এল ১৮টি নতুন প্রাণী, পুজোর আগেই প্রকাশ্যে
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 07 Jul 2025,
  • अपडेटेड 4:09 PM IST

Bengal Safari Park Siliguri:পুজোর আগেই পর্যটকদের জন্য বড় সুখবর। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে একসঙ্গে এসে পৌঁছল ১৮টি নতুন অতিথি। রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা, জু অথরিটির সচিব সৌরভ চৌধুরী এবং পার্ক ডিরেক্টর বিজয় কুমারের তত্ত্বাবধানে এই প্রাণীগুলি কলকাতার আলিপুর চিড়িয়াখানা থেকে গ্রিন করিডোরে করে নিয়ে আসা হয়েছে।

সব মিলিয়ে ১৭ ঘণ্টার যাত্রায় তিনটি অ্যাম্বুলেন্সে করে প্রাণীগুলি সুরক্ষিতভাবে আনা হয়। সমস্ত জেলা পুলিশের সহযোগিতায় তৈরি হয় গ্রিন করিডোর। সঙ্গে ছিলেন পশু চিকিৎসক, প্রাণী বিশেষজ্ঞ ও বন আধিকারিকদের একটি বিশেষ দল।

বেঙ্গল সাফারি পার্ক সূত্রে জানানো হয়েছে, প্রজননের উদ্দেশ্যে ভাল্লুক ও ঘড়িয়ালের সংখ্যা বাড়ানো হয়েছে। আগে থাকা ধ্রুব, মোহিনী ও রুবির সঙ্গে এবার যোগ দিল মাধাই ও বিন্দু। ফলে বেঙ্গল সাফারিতে এখন ৫টি ভাল্লুক। ঘড়িয়ালের সংখ্যাও বেড়ে ৫টি হয়েছে। এই প্রথমবারের মতো সাফারিতে দেখা যাবে ওয়াইল্ড ডগ, স্টর্ক, স্পুনবিল ও ইগুয়ানা।

ডিরেক্টর বিজয় কুমার সংবাদমাধ্যমকে জানান, প্রাণীগুলি সুস্থ আছে এবং কিছুদিন পর্যবেক্ষণের পরই দর্শকদের সামনে আনা হবে। মন্ত্রী বীরবাহা হাঁসদা ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ নজরে এই পুরো প্রক্রিয়া হয়েছে বলে জানা যায়।

কী কী প্রাণী নিয়ে আসা হল?
১ জোড়া হিমালয়ান ব্ল্যাক বিয়ার, যাদের নাম মাধাই ও বিন্দু বলে সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে। ২টি পুরুষ ইন্ডিয়ান ওয়াইল্ড ডগ, ২ জোড়া পেইন্টেড স্টর্ক, ১ জোড়া স্পুনবিল পাখি, ১ জোড়া স্ত্রী ঘড়িয়াল, ৩ জোড়া গ্রিন ইগুয়ানা।

 

Read more!
Advertisement
Advertisement