Advertisement

December Travel Guide India: ডিসেম্বরেই দেশের এই ৫ জায়গায় ঘোরার সেরা সময়, জানুন পুরো ডিটেল

December Travel Guide India: দেশের নানা প্রান্তে এমন সব জায়গা আছে, যেখানে ডিসেম্বর মানে একেবারে পোস্টকার্ডের মতো শীত, মনোরম আবহাওয়া আর ভিড়বিহীন শান্ত পরিবেশ। চার দিনের ছোট ছুটিতেও মন ভরে ঘুরে আসা যায়।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 04 Dec 2025,
  • अपडेटेड 8:56 PM IST

December Travel Guide India: শীতের মজা কেবল কুল্লু-মানালি বা উত্তরাখণ্ডেই আটকে আছে। দেশের নানা প্রান্তে এমন সব জায়গা আছে, যেখানে ডিসেম্বর মানে একেবারে পোস্টকার্ডের মতো শীত, মনোরম আবহাওয়া আর ভিড়বিহীন শান্ত পরিবেশ। চার দিনের ছোট ছুটিতেও মন ভরে ঘুরে আসা যায়।

রাজস্থান
ডিসেম্বরে রাজস্থানের রোদ আলাদা মায়া ছড়ায়। সকালের ঠান্ডা আর বিকেলের উষ্ণতা মিলিয়ে এই মরুভূমির রাজ্য পরিণত হয় নিখুঁত ‘উইন্টার ট্রাভেল ডায়রি’-র পাতায়। শেখাওয়াটির ঐতিহ্যবাহী হাভেলি, মাউন্ট আবুর শীতল বাতাস আর নক্কি হ্রদের নীল জলে আলো ছায়ার খেলা ভ্রমণপিপাসুদের মন মাতায়। বুন্দি ও কোটা যেমন শান্ত সৌন্দর্যে ভরপুর, তেমনই চিতোরগড়, ভরতপুর, আলওয়ার, নাথদ্বার বা কুম্ভলগড়ের ঐতিহাসিক প্রাচীনতা ডিসেম্বরের আবহে আরও মুগ্ধতা বাড়ায়।

গুজরাট
গুজরাটেও ডিসেম্বরের আলাদা ছন্দ। ভুজের হাতে তৈরি হস্তশিল্প, সোমনাথের নির্জন সাগর, জুনাগড়ের পাহাড়ি রুক্ষ সৌন্দর্য আর কচ্ছের রণের সীমাহীন ধূসর মরুভূমি, সব মিলিয়ে শীতের মরসুমে গুজরাট যেন তার সবচেয়ে মোহনীয় রূপে ধরা দেয়। বিশেষ করে কচ্ছের শীতকালীন দৃশ্য ভ্রমণকারীদের মনে দীর্ঘদিন রয়ে যায়।

আরও পড়ুন

কেরল
কেরল ডিসেম্বর মানে সবুজ, নীল আর সোনালি রঙের অসাধারণ মেলবন্ধন। কোচিনের ইউরোপীয় গলিপথ, মুন্নারের ঠান্ডা চা-বাগান, ওয়ানাড়ের চুপচাপ পাহাড়ি আবহ, পুভারের চমৎকার সমুদ্রতট, ভাগামনের কুয়াশা আর আথিরাপ্পিল্লির গর্জন করা জলপ্রপাত, সব মিলিয়ে ডিসেম্বরের কেরল যেন স্বর্গীয় শান্তি দেয়।

পশ্চিমবঙ্গ
এখানেও শীতের আমেজ কম যায় না। পাহাড়ের পাশাপাশি মন্দারমণি-তাজপুরের শান্ত বিচ আর কার্শিয়াংয়ের নিরিবিলি পাহাড়-সব মিলিয়ে ডিসেম্বর এখানে খুবই উপভোগ্য। এখানকার শীত যেমন অতিরিক্ত কড়া নয়, তেমনই যাতায়াতও সহজ, ফলে কম সময়ে নিখুঁত ট্রিপ সেরে নেওয়া যায়।

যাঁরা ঠান্ডা এড়িয়ে সমুদ্রের নীল হাওয়ায় ডিসেম্বর কাটাতে চান, তাঁদের জন্য আন্দামানই একদম উপযুক্ত। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক বা নর্থ বে, প্রতিটি জায়গার জল, আলো, বাতাস আর ওয়াটার স্পোর্টস ডিসেম্বরের ছুটিকে করে তুলবে স্মরণীয়। বারাতাংয়ের গুহা আর প্রাকৃতিক আকর্ষণ এই অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement