Buxa Tiger Spotted: দুদিন আগেই নেওড়াভ্যালির জঙ্গলে দিনের আলোয় খোদ দেখা দিয়েছেন শার্দুল সম্রাট। এবার দুদিনের মধ্যে ট্র্যাপ ক্যামেরায় তিনি বন্দি হলেন বক্সা ব্যাঘ্র প্রকল্প এলাকায়। উত্তরের জঙ্গলে ফের দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টা নাগাদ বক্সার জঙ্গলের পানা রেঞ্জে বন দফতরের একটি ট্র্যাপ ক্যামেরায় পূর্ণবয়স্ক বাঘের ছবি ধরা পড়ে।
বন দফতর সূত্রের খবর, ২০২২ সালের জানুয়ারি মাসে সারা দেশের সঙ্গে বক্সাতেও শেষ বার বাঘ গণনা করা হয়। চলতি বছরের জুলাই মাসের শেষে প্রকাশিত রিপোর্টে রাজ্যের উত্তরাংশে দুটি বাঘ থাকার কথা বলা হয়। তাদের মধ্যে একটি বাঘ বক্সার জঙ্গলে রয়েছে বলেও জানানো হয়। ঘটনাচক্রে, সে গণনার মাস খানেক আগে, ২০২১ সালের ডিসেম্বর মাসে বক্সার জঙ্গলে ট্র্যাপ ক্যামেরায় বাঘের ছবি ধরা পড়ে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন বলেছেন, ‘‘বক্সায় বাঘের বসবাসের আরও ভাল পরিবেশ গড়ে তুলতে আমরা নিরন্তর চেষ্টা চালাচ্ছি।’’
বন দফতর সূত্রের খবর, সিকিমের পাংগোলাখার পরে, গত নভেম্বর ও ডিসেম্বর মাস মিলিয়ে উত্তরবঙ্গের নেওড়াভ্যালিতেও ট্র্যাপ ক্যামেরায় বাঘের সাতটি ছবি পাওয়া যায়। ডিসেম্বরের শেষে এ বার বক্সার জঙ্গলেও মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি। বক্সার বনকর্তারা জানিয়েছেন, বাঘের খোঁজে জঙ্গলে কড়া নজর রাখা হচ্ছে।
২০১৮ সাল থেকেই বক্সার জঙ্গলে বাঘ ফিরিয়ে আনতে সেখানে তাদের বসবাসের পরিবেশ গড়ে তোলার চেষ্টা চলছে। জঙ্গলে প্রচুর তৃণভূমি তৈরি হয়েছে। অনেক হরিণ ছাড়া হয়েছে। বনবস্তি স্থানান্তরিত করার প্রক্রিয়াও চলছে। এ সবের ফলেই সাফল্য মিলছে বলে আশাবাদী দফতর। ২০২১-এ ছবি মেলার পরে, জঙ্গলের বিভিন্ন এলাকায় ট্র্যাপ ক্যামেরা বাড়ানো হয়। তারই একটিতে বৃহস্পতিবার বাঘের ছবিটি ধরা পড়ে। বন দফতরের আধিকারিকদের একাংশ দাবি করেছেন, মাঝেমধ্যেই বক্সার জঙ্গলে বাঘের পায়ের ছাপ তাঁরা দেখতে পান। তাঁদের অনুমান, এই জঙ্গলে একাধিক রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। তবে সঠিক কটি বাঘ আছে তা নিয়ে এখনও নির্দিষ্ট কোনও তথ্য় মেলেনি।