Advertisement

Chapramari Wilderness Camp: করোনায় বন্ধ হয়েছিল, দীর্ঘদিন পর খুলছে ডুয়ার্সের এই আকর্ষণীয় পর্যটনকেন্দ্র

Chapramari Wilderness Camp: ডুয়ার্সের অপার সৌন্দর্যের অন্যতম আকর্ষণ চাপড়ামারি ওয়াইল্ডার্নেস ক্যাম্প শীঘ্রই নতুন রূপে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে। গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন, ১৭ নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত এই ক্যাম্প একসময় পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয় ছিল। তবে কোভিডের ধাক্কায় দীর্ঘদিন বন্ধ থাকার পর এবার শুরু হয়েছে সংস্কারের কাজ।

করোনায় বন্ধ হয়েছিল, দীর্ঘদিন পর খুলছে ডুয়ার্সের এই আকর্ষণীয় পর্যটনকেন্দ্রকরোনায় বন্ধ হয়েছিল, দীর্ঘদিন পর খুলছে ডুয়ার্সের এই আকর্ষণীয় পর্যটনকেন্দ্র
Aajtak Bangla
  • জলপাইগুড়ি,
  • 07 Mar 2025,
  • अपडेटेड 4:23 PM IST

Chapramari Wilderness Camp: করোনার সময় বন্ধ হয়ে গিয়েছিল কোভিড বিধি মেনে। তারপর ধীরে ধীরে অন্য়ান্য পর্যটনকেন্দ্রগুলি খুললেও এইকেন্দ্রটি আর খোলেনি। অবশেষে প্রায় ৫ বছর পর খুলতে চলেছে ডুয়ার্সের এই জনপ্রিয় পর্যটনকেন্দ্র। বসন্ত উৎসবের আগেই এল সুখবর। ফের পর্যটন মানচিত্রে আত্মপ্রকাশ করতে চলেছে চাপড়ামারি ওয়াইল্ডার্নেস ক্যাম্প।

ডুয়ার্সের অপার সৌন্দর্যের অন্যতম আকর্ষণ চাপড়ামারি ওয়াইল্ডার্নেস ক্যাম্প শীঘ্রই নতুন রূপে পর্যটকদের জন্য খুলে যাচ্ছে। গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন, ১৭ নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত এই ক্যাম্প একসময় পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয় ছিল। তবে কোভিডের ধাক্কায় দীর্ঘদিন বন্ধ থাকার পর এবার শুরু হয়েছে সংস্কারের কাজ।

পাঞ্জোরার চাপড়ামারি ওয়াইল্ডারনেস ক্যাম্প সরকারি আবাস। চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্যের পরিধিতে অবস্থিত বাংলো। চাপড়ামারি বন মূলত গরুমারা জাতীয় উদ্যানেরই ধারাবাহিকতা। গোরুমারা ন্যাশনাল পার্ক ডুয়ার্সের একটি মাঝারি আকারের বন যা এক শিংওয়ালা গন্ডারের জনসংখ্যার জন্য বিখ্যাত।

এখানকার গভীর জঙ্গল, বন্যপ্রাণী আর পাহাড়ি নদী মূর্তির কলকল ধ্বনি। সব মিলিয়ে প্রকৃতিপ্রেমীদের স্বর্গরাজ্য এটি। বাম আমলের শেষদিকে তৈরি হওয়া কটেজগুলো সংস্কার করে এবার পুরো ক্যাম্পটিকে সোলার সিস্টেমের মাধ্যমে পরিচালিত করার পরিকল্পনা নিয়েছে বন দফতর। স্থানীয় বাসিন্দা ও ক্যাম্প কর্মী সঞ্জিত রাই জানান, “নতুন করে ক্যাম্পটি চালু হলে আমাদের পানঝোরা বনবস্তি ও আশপাশের চারটি বনবস্তির মানুষের আর্থিকভাবে লাভ হবে।”

গরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দ্বিজপ্রতিম সেন জানান, “চাপড়ামারি জঙ্গলের পাঁচটি বনবস্তির মধ্যে পানঝোরা বনবস্তিতে এই ক্যাম্পটি সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে। এবার ক্যাম্পটি আরও পরিবেশবান্ধব করে তোলা হচ্ছে, যাতে পর্যটকদের আকর্ষণ বাড়ে। স্থানীয় লোকসংস্কৃতি দলগুলোকেও আগের মতোই যুক্ত করা হবে। আশা করছি, শীঘ্রই পর্যটকরা নতুন চেহারায় এই ক্যাম্প উপভোগ করতে পারবেন।”

 

Read more!
Advertisement
Advertisement